ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাইনবোর্ডে বাংলায় রূপান্তরে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সেপ্টেম্বরের মধ্যেই শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে কলকাতা পৌরসভার পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
শহর কলকাতায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কেউ চিকিৎসার জন্য আসেন বা নানা প্রতিষ্ঠানে কাজ সারেন। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই নামফলক এখনও বাংলায় লেখা হয়নি। এই বিষয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কলকাতা পৌরসভার পক্ষ থেকেও বহুবার অনুরোধ জানানো হয়েছে।
শেষমেশ কড়া নির্দেশ জারি করে সময় বেঁধে দিল কলকাতা পৌরসভা। সাইনবোর্ড শুধু বাংলায় লিখলেই হবে না, এমনভাবে লাগাতে হবে, যাতে দূর থেকেও স্পষ্ট দেখা যায়।
দোকান, অফিস, শপিংমল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টারে এই নিয়ম মানতে হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস