ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডের পারফর্ম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নাহিদা আক্তার। এই সংস্করণের বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার।
ব্যাটারদের মধ্যে অগ্রগতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা ও ছন্দে থাকা শারমিন আক্তারের।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়ানডে বোলারদের মধ্যে ১০ নম্বরে আছেন নাহিদা। তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং সপ্তম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন নাহিদা। পরের ম্যাচে ২৫ রানে নেন এক উইকেট। এই পারফরম্যান্সে এক ধাপ উন্নতি করেছেন তিনি।
বাংলাদেশের বোলার মধ্যে নাহিদাই আছেন সবার ওপরে। ৮ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন রাবেয়া খান। দ্বিতীয় ওয়ানডেতে ১৯ রান ২ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার।
দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে ২ উইকেট নেওয়া আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের উন্নতি হয়েছে ৬ ধাপ। তিনি আছেন ৫০তম স্থানে। এক ধাপ এগিয়ে পেসার মারুফা আক্তার আছেন ৬৮ নম্বরে।
ওয়ানডেতে মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ইংল্যান্ড সোফি এক্লেস্টোন। ব্যাটারদের মধ্যে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৮ রান করেন নিগার। পরেরটিতে থামেন কেবল ১১ রানে। এই পারফর্ম্যান্সে ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে ৩২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক।
গত সপ্তাহে খেলা দুই ওয়ানডেতে ১১ ও ৩৭ রান করে শারমিনের উন্নতি ২ ধাপ, অবস্থান ৩৯তম। আর ৫ ধাপ এগিয়ে ৮০তম স্থানে আছেন সোবহানা মোস্তারি।