বাইডেনের ভুল নিজেকে ক্ষমা করে না যাওয়া: ট্রাম্প

Trump Biden

হোয়াইট হাউস ছাড়ার আগে নিজেকে ক্ষমা না করা জো বাইডেনের ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বুধবার রাতে ফক্স নিউজকে চলতি মেয়াদে প্রথম বারের মতো সাক্ষাৎকার দেন ট্রাম্প।

উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই ব্যক্তি সবাইকে আগাম ক্ষমা করে গেছেন। মজার বিষয় হলো, সম্ভবত দুর্ভাগ্যজনকও, তিনি নিজেকে ক্ষমা করে যাননি।”

সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার সময় নিজেকে ক্ষমা করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। কারণ, তিনি বিশ্বাস করতেন, তিনি কোনো ভুল করেননি।

জো বাইডেনের উপদেষ্টাদের মান নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, বাইডেনকে ‘বেশ খারাপ উপদেশ’ দেওয়া হয়েছে। তাদের কেউ একজন তাকে (বাইডেন) নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করার উপদেশ দিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাম্প্রতিক দাবানল নিয়েও কথা বলেছেন।

তিনি বলেছেন, পানিসম্পদের স্বল্পতা নিয়ে ক্যালিফোর্নিয়ায় যে সংকট রয়েছে, তা সমাধানে যতক্ষণ না রাজ্যটির সরকার উদ্যোগ নিচ্ছে, ততক্ষণ হয়তো কেন্দ্রীয় সরকারের সহায়তা আটকে রাখা হবে।

ট্রাম্পের দাবি, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মাছ সংরক্ষণের জন্য পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে। এই কারণে অঙ্গরাজ্যটির শহরাঞ্চলগুলোর জলাধারগুলো শুকিয়ে যায়।

অবশ্য ট্রাম্পের এই দাবি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে।

ট্রাম্প বলেছেন, “যতক্ষণ না অঙ্গরাজ্য সরকার উজানের পানি ভাটার দিকে ছাড়তে কোনো পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্যালিফোর্নিয়াকে আমাদের কিছু দেওয়া উচিত হবে না বলে মনে করি আমি।“

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নে ডনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন