‘একাত্তর’ ‘চব্বিশ’ নিয়ে বিএনপি-এনসিপি ‘বিতর্ক’

BNP-Cnp

স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে বৈষম্যমুক্ত বিভাজনহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

তবে স্মৃতিসৌধে গিয়ে ‘একাত্তর’ আর চব্বিশ নিয়ে ‘বিতর্কে’ জড়ালেন বিএনপি ও এনসিপির নেতারা। বিএনপি নেতা মির্জা আব্বাস বললেন, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই; যারা বলেন, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান।

বিএনপির এই মন্তব্যকে ‘অসৎ’ বলে খোঁচা দিয়েছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ১৯৭১ এবং ২০২৪ আলাদা কিছু না। যারা এটাকে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ।

তেইশ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের বেতারে তার এই ঘোষণা প্রচারিত হয়।

এরপর নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

স্বাধীনতা দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেন। তার ভাষ্য, জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছে দেশের মানুষ। এটি কোনো দ্বিতীয় স্বাধীনতা নয়।

মির্জা আব্বাস বলেন, “আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলেন, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান, একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চান।”

তিনি বলেন, “আমি বলব, তারা যেন এখানেই বিরত থাকেন। এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানান এবং সম্মান করেন।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বিবেচনা করে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। পরে তারা রাজনৈতিক দল গড়ার পরও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আঁকড়ে রয়েছে।

২৪ এর ছাত্র-জনতার আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ মানতে রাজি না হওয়া বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।

সাভারে শ্রদ্ধা জানানো শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “১৯৭১ এবং ২০২৪ আলাদা কিছু না। একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ।”

নাহিদ ইসলাম বলেন, “ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে সেটা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।”

তিনি বলেন, “সংবিধান আঁকড়ে রেখে পুরোনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে। সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতিহত করবে।”

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপনের শুরু হয় ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।

এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের ফটক।

পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। ব্যানারসহ ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানের কর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ

ads