‘বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ’: পার্লামেন্টে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান।
কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিস্ফোরক মন্তব্য করেছেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান।

বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গের অবতারণা করেন তিনি।

এ সময় দেশটিতে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তিনি ইসলামপন্থী উগ্রবাদের উত্থান নিয়েও কথা বলেন।

ব্রিটিশ সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন বব ব্ল্যাকম্যান।

বাংলাদেশ পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, “বর্তমানে সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। হিন্দুদের রাস্তায় হত্যা করা হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরাও একই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে।”

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অন্যতম বড় দলকে নিষিদ্ধ করার সমালোচনা করে তিনি বলেন, “আগামী মাসে সেখানে তথাকথিত “মুক্ত ও সুষ্ঠু” নির্বাচন হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে, যদিও জনমত জরিপে তাদের সমর্থন প্রায় ৩০ শতাংশ।”

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে। নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। এছাড়া কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে ভোট বর্জন করেছে।

আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় দলটির নেতাকর্মী ও অনুসারীদের ভোট বর্জনের নির্দেশ দিয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।

কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠান নিয়েও ব্রিটিশ সরকারকে সতর্ক করেছেন।

তিনি বলেন, “ইসলামপন্থী উগ্রবাদীরা একটি গণভোটের ডাক দিয়েছে, যা বাংলাদেশের সংবিধানকে চিরতরে বদলে দিতে পারে।

এই ব্রিটিশ এমপি হাউজ অব কমন্সে জানতে চান, বাংলাদেশের নির্বাচন যাতে মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার কোনো বিবৃতি দেবেন কি না।

জবাবে হাউস অব কমন্সের নেতা অ্যালান ক্যাম্পবেল বলেন, “আমরা মানবিক পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে যুক্ত আছি এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি।

“বাংলাদেশ প্রসঙ্গে তিনি যা বলেছেন, সে বিষয়ে আমরা সক্রিয়ভাবে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি।

“মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় আমাদের দীর্ঘদিনের অঙ্গীকার রয়েছে এবং আমরা তা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসনকে নিয়মিতভাবে স্মরণ করিয়ে দিচ্ছি।

তিনি আরও বলেন, “ধর্মীয় বা জাতিগত—যে কোনো ধরনের সহিংসতার আমরা নিন্দা জানাই, এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান যে প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি যেখানে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলোকেও আমরা স্বাগত জানাই।”

বব ব্ল্যাকম্যানের মন্তব্যগুলো পররাষ্ট্রমন্ত্রীর নজরে আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, অবশ্যই উপযুক্ত সময়ে মন্ত্রণালয় একটি বিবৃতি দেওয়ার বিষয় বিবেচনা করবে বলে আমি নিশ্চিত।”

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ:

আরও পড়ুন

সর্বশেষ

ads