গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে দাবি করা হয়, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পুরনো ছবি পোস্ট করে সেগুলোকে গোপালগঞ্জে ১৬ জুলাইয়ের ঘটনা হিসেবে চালানো হয়েছে।
এসব ছবির মধ্যে একজন আহত যুবককে বুট দিয়ে চেপে ধরার একটি ছবিকেও ফলস্ বা মিথ্যা হিসাবে চিহ্নিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।

তারা দাবি করে, একটি সংগঠিত প্রোপাগান্ডা অভিযানের অংশ হিসেবে প্রভাবশালী আওয়ামী লীগপন্থীরা পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন একাধিক ছবি শেয়ার করেছেন, যা ওই দিনের সহিংসতার দৃশ্য বলে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে।
অবশ্য হাতে আসা ভিডিও ও ছবি পর্যালোচনা করে দ্য সান ২৪ নিশ্চিত হয়েছে, ১৬ জুলাই সংঘর্ষের এক পর্যায়ে আহত ওই যুবককে প্রথমে টেনেহেঁচড়ে নিয়ে যেতে থাকে সেনা সদস্যরা।
এরই এক পর্যায়ে তার মাথায় বুট দিয়ে চেপে ধরতে দেখা যায় একজন সেনা সদস্যকে। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস এই ছবিটিকে নকল বা মিথ্যা দাবি করলেও কার্যত এটি ১৬ জুলাইয়েরই ছবি। ওই ছবির একটি ভিডিও দ্য সান ২৪ এর হাতে এসেছে।
অবশ্য বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করা অন্য কয়েকটি ছবির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের দাবির সত্যতা পাওয়া গেছে।
যদিও এসব ছবি যে আওয়ামী লীগ বা এর সঙ্গে সম্পর্কিত কেউ ছড়িয়েছেন সে ব্যাপারে প্রেস উইং যেমন অকাট্য প্রমাণাদি হাজির করতে পারেনি, তেমনি দ্য সান ২৪ নিশ্চিত হতে পারেনি এটি আদৌ আওয়ামী লীগের কর্মী বা অনুসারীরা প্রচার করেছেন নাকি বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুসারীরা!