ব্রিকস মৃত, গঠনের উদ্দেশ্য মহৎ ছিল না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/হোয়াইট হাউস

‘ব্রিকস’ গঠনের উদ্দেশ্য মহৎ ছিল না মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেশিরভাগ মানুষ এই জোট চায় না।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি তারা মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনও মুদ্রা ব্যবহার করার পাঁয়তারা করে তাহলে তিনি দেশগুলোর উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প বলেন, ব্রিকস দেশগুলি যদি আমেরিকাকে নিয়ে ‘খেলতে’ চায় তবে আমেরিকা তাদের সাথে লেনদেন করবে না। যদি বাণিজ্য করেও তা হবে ১০০ শতাংশ শুল্কে পরিচালিত।

‘ব্রিকস ভেঙে দিতে চান নাকি এর অংশ হতে চান’, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এ নিয়ে ভাবছি না। বরং আমি বলবো ব্রিকসের গঠনের উদ্দেশ্য ভালো ছিল না, এখন তাদের বেশিরভাগই এটা আর চাচ্ছে না। এমনকি তারা এখন এটা নিয়ে কথা বলতেও চায় না।

“তারা এটা নিয়ে কথা বলতে ভয় পায়, কারণ আমি তাদের বলেছিলাম যদি তারা ডলারের সাথে খেলা খেলতে চায়, তাহলে তাদের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আমি যখন এটা উল্লেখ করেছি তখন থেকেই ব্রিকস মারা গেছে।”

জানুয়ারির শুরুতেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ব্রিকস দেশগুলি যদি মার্কিন ডলারের বিকল্প মুদ্রা চালু করার চেষ্টা করে, তাহলে তাদের উপর তিনি শুল্ক বসাবেন।

২০২৩ সালে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ডলারমুক্তির আহ্বান জানিয়ে বলেছিলেন যে “ব্রিকস দেশগুলিকে জাতীয় মুদ্রায় বন্দোবস্ত সম্প্রসারণ করতে হবে এবং ব্যাংকগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।”

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও মিশর, ইথিওপিয়া, ইরান ও আরব আমিরাতের পর সর্বশেষ ইন্দোনেশিয়া এই জোটে যোগ দিয়েছে।

আরও পড়ুন