পুরান ঢাকায় নৃশংসতা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস আসিফ নজরুলের

পুরান ঢাকার নৃশংসতা নিয়ে ফেইসবুকে আসিফ নজরুলের পোস্ট।
পুরান ঢাকার নৃশংসতা নিয়ে ফেইসবুকে আসিফ নজরুলের পোস্ট।

পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে লাল ব্যবসায়ীকে প্রকাশ্যে খুনের ঘটনায় জড়িতদের বিচার ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবারের ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী তীব্র সমালোচনা শুরু হলেও দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া চোখে পড়েনি সরকারের তরফ থেকে।

এরই মধ্যে ঘটনায় জড়িত বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ জনকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে সরব অনেকেই বলছেন, ক্ষমতার পট পরিবর্তনের পর ‘মব জাস্টিসের’ নামে পর একের পর এক হত্যাকাণ্ড এবং অপরাধের ঘটনায় সরকারের নীরব ভূমিকা এরকম নৃশংসতায় সন্ত্রাসীদের উৎসাহ জুগিয়ে যাচ্ছে।

এর মধ্যেই শনিবার ওই ঘটনা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।

বুধবার যে কায়দায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হত্যা করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ব্যস্ত সড়কে প্রকাশ্যে হত্যা করা হয় তাকে। মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় মাথা ও শরীর। বিবস্র করে মৃতদেহের উপর কয়েকজনকে লাফাতেও দেখা গেছে।

সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ১১ বছর বয়সী ছেলে রয়েছে।  

এ সম্পর্কিত আরও খবর:

আরও পড়ুন

সর্বশেষ

ads