বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমে বিনিয়োগ করা অর্থ ফেরত নিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার ঢাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিধিবহির্ভূতভাবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করেছিল।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমে প্রতি শেয়ার সাড়ে ১২ হাজার টাকা হিসেবে ওই অর্থ বিনিয়োগ করলেও শেয়ারের মূল মূল্য ছিল মাত্র ১০০ টাকা।
আর এই বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়েছিল এলআর গ্লোবালের ব্যবস্থাপনায় থাকা ছয়টি মিউচ্যুয়াল ফান্ডের অর্থ। যার মধ্যে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং এমবিএল মিউচ্যুয়াল ফান্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের বিনিয়োগ সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তদন্ত শেষে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এলআর গ্লোবালের সিইও রিয়াজ ইসলামকে ৩০ দিনের মধ্যে বিনিয়োগ করা অর্থ ফেরত দিতে হবে, অন্যথায় তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হবে।
একইসাথে, প্রতিষ্ঠানটির পরিচালক এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রেইজাল কমিটির সদস্য জর্জ স্টক এবং লিগ্যাল ও কমপ্লায়েন্স প্রধান মনোয়ার হোসেনকে প্রত্যেককে ৪ কোটি টাকা করে জরিমানা করা হবে।
প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রোনাল মিকি গোমেজকেও ১ কোটি টাকা জরিমানা করা হবে। এছাড়া প্রতিষ্ঠান এলআর গ্লোবালকেও ১ কোটি টাকা জরিমানা করা হবে।
কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের স্বার্থের ক্ষতি করেছে।
এই পরিপ্রেক্ষিতে অবৈধ বিনিয়োগ প্রক্রিয়ায় তহবিলের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ভূমিকা নিয়েও তদন্ত চালাবে বিএসইসি।