এবার বিটিভি ভবনের কাছে পুড়ল বাস

রামপুরায় আগুনে জ্বলছে ভিক্টর পরিবহনের বাস। ছবি: সমকালের সৌজন্যে
রামপুরায় আগুনে জ্বলছে ভিক্টর পরিবহনের বাস। ছবি: সমকালের সৌজন্যে

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের অপরপাশে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে কে বা কারা ওই বাসে আগুন দেয়।

ভিক্টর ক্লাসিক পরিবহনের ওই বাসটি ইউলুপের নিচে পার্কিং করা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান সমকালকে জানিয়েছেন, তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।  

তিনি বলেন, “রাতের দিকে বাসে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।”

স্থানীয়রা জানান, কে বা কারা আগুন দিয়েছে তারা জানেন না। হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা পুলিশকে খবর দিয়েছেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, রামপুরা এলাকায় পার্কিং করা বাসে আগুনের খবর পেয়ে থানা থেকে একটি দল যায়। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি বাস পার্কিং করা ছিল। তবে বাসে আগুন লাগার কারণ জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads