চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের চাওয়াকেই প্রাধান্য দিতে যাচ্ছে আইসিসি, হবে হাইব্রিড মডেলেই। অবশ্য পাকিস্তানের দেওয়া শর্তও মেনে নিচ্ছে আইসিসি। এরফলে ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে সমঝোতায় এসেছে বলে বিভিন্ন সংবাদপত্রের খবর।
বিষয়টি নিয়ে আইসিসির নতুন সভাপতি জয় শাহ ভার্চুয়াল বৈঠক করবেন দুই দেশের বোর্ড কর্তাদের সঙ্গে। এর পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই দলের কেউ আইসিসির প্রতিযোগিতায় অংশ নিতে ২০২৭ সাল পর্যন্ত একে অপরের দেশে যাবে না। ভারত-পাকিস্তান ম্যাচসহ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকছে।
আট দলের এই আসরে ভারতের তিনটি গ্রুপ ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল আরব আমিরাতে হবে। আর এক সেমিফাইনালসহ মোট ১০টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। অবশ্য ভারত যদি সেমিফাইনাল ও ফাইনালে না ওঠে, সে ক্ষেত্রে এ দুটি ম্যাচও পাকিস্তানে হতে পারে।
আর ২০২৬ টি২০ বিশ্বকাপে নিজেদের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। আসরটি যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে। আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এ টুর্নামেন্টে পাকিস্তানের বিকল্প ভেন্যু নিয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড আছে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। গতকাল বিসিসিআই ও পিসিবির সঙ্গে বৈঠকের পর টুর্নামেন্টের সূচি ঘোষণা করতে পারে আইসিসি।