বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিয়ানমারের চিন রাজ্যের ফালাম থেকে ৮১.৮ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ১০৬.৮ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

চট্টগ্রামের অনেকেই কম্পন অনুভব করার কথা বলেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্প পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ওই ভূমিকম্পে অন্তত দশজনের মৃত্যু হয়।
এর পরের কয়েক দিনেও বেশ কয়েক দফা মৃদু ভূমিকম্প সারা দেশে আতঙ্ক ছড়ায়।



