চীনের ‘ডিপসিক’ নাড়িয়ে দিল পুঁজিবাজার

DeepSeek

টোকিও থেকে নিউ ইয়র্কের বিনিয়োগকারীদের নাড়িয়ে দিল এক চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।  

সোমবার দিনের শুরুতেই ‘ডিপসিক’ নামে ওই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ঘোষণায় ‘এনভিডিয়া’র মতো প্রযুক্তি স্টকগুলো মুখ থুবড়ে পড়ে।

চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ গত সপ্তাহে একটি এআই সহকারী অ্যাপ্লিকেশন চালু করে জানায় যে, এটি খুবই কম ডেটা ব্যবহার করে এবং খরচও তুলনামূলক অনেক কম।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এমন ঘোষণার পর সোমবারের মধ্যেই অ্যাপলের প্লে-স্টেশন থেকে অ্যাপ্লিকেশনটি যে সংখ্যক ডাউনলোড হয়েছে তা মার্কিন প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে যায়।

নাসডাকের প্রযুক্তি নির্ভর কোম্পানির স্টকগুলো দিনব্যাপী ছিল পতনমুখী। সবচেয়ে বেশি পড়েছে এআই চিপ প্রস্তুতকারক ‘এনভিডিয়া’র শেয়ারের দাম। ১৭ শতাংশের বেশি কমেছে এর প্রতিটি শেয়ারের দাম।

এলএসইজি’র তথ্য অনুযায়ী, এনভিডিয়া একদিনে যে পরিমাণে মূল্য হারিয়েছে তাতে ওয়াল স্ট্রিটে কোনও কোম্পানির ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি স্টক মার্কেট মূল্য কমেছে, যা ওয়াল স্ট্রিটে কোনও কোম্পানির জন্য একদিনে সবচেয়ে বড় ক্ষতি।

পতনের পরবর্তী স্থানে রয়েছে আরেক চিপ প্রস্তুতকারক কোম্পানি ‘ব্রডকম’, ১৮ শতাংশ। এছাড়া ‘মাইক্রোসফট’, ২.৩ শতাংশ; ‘গুগল’, ৩.৪ শতাংশ পড়ে গেছে একদিনেই।

ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক (এসওএক্স) পড়েছে ১০ শতাংশের বেশি, যা ২০২০ সালের মার্চ মাসের পর থেকে সবচেয়ে বড় পতন।  

এশিয়ায় শেয়ার লেনদেন শুরু হওয়ার পর পরই পতন ঘটে মার্কিন তারল্যের, যেখানে জাপানের ‘সফট ব্যাংক গ্রুপের’ শেয়ারের দাম কমে যায় ৮.৩ শতাংশ এবং ইউরোপের ‘এএসএমএল সূচক’ কমে ৭ শতাংশ।

অ্যানেক্স ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান জ্যাকবসন বলেন, “যদি ডিপসিকের এই ঘোষণা সত্যিই হয়ে যায় তাহলে গত দুবছর শেয়ার বাজারকে চাঙা রাখার ক্ষেত্রে যেসব প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রেখেছিল তাদের অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।”

“এর অর্থ হতে পারে চিপের চাহিদা কমে যাবে, ডেটা সেন্টার পরিচালনায় বিদ্যুতের চাহিদা কমবে, খরচ কমচে, সবচেয়ে বড় বিষয় বৃহৎ ডেটা সেন্টারের আর প্রয়োজন হবে না।

“এর অর্থ হতে পারে যে এআই আরও সহজলভ্য হয়ে উঠবে এবং বিভিন্ন ধরণের কার্যকর অ্যাপ্লিকেশনের বিকাশে তা সহায়তা দেবে,” যোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ads