চট্টগ্রাম টেস্ট: ইনিংস ব্যবধানে জয় পেল বাংলাদেশ

bd-

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসের বল করতে নেমে ৫ উইকেটের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অল আউট হয়েছে ১১১ রানে। আর তাতে এক ইনিংস হাতে রেখেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড পেতে স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন মিরাজ।

টাইগার এই অলরাউন্ডারের খেলা ১০৪ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে বাংলাদেশ করতে পারে ৪৪৪ রান। ফলে ২১৭ রানের বড় লিড পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাত করতে নামে জিম্বাবুয়ে।

তবে ব্যাট হাতে বুধবার সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। শুরুতেই আজ তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে পড়তে হয় সফরকারী ব্যাটারদের। দলটির প্রথম দুই উইকেটই তুলে নেন তাইজুল। এরপর আরও একটি উইকেট নেন নাইম হাসান। এদিকে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন বিপাকে তখন দৃশ্যপটে আবির্ভাব হয় মেহেদী মিরাজের।

টাইগার এই অলরাউন্ডার একে একে তুলে নেন ৫ টি উইকেট। ফাইফার পূর্ণ করে দুর্দান্ত এক রেকর্ডও গড়েছেন মিরাজ। বিরল এক কীর্তিতে নাম লিখিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

মিরাজের দুর্দান্ত এক কীর্তির সুবাদেই তৃতীয় দিনেই অল আউট হইয় জিম্বাবুয়ে। আর তাতে এক ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে আজ মিরাজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে যখন নামেন তখন তার রান ছিল ১৬। এরপর তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে বড় দুটি জুটি গড়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। গতকাল বিকেলে মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ বিপদে পড়ে, তখন নতুন দিনের লক্ষ্য ছিল অন্তত ৬৪ রানের লিডটিকে শতরানের গণ্ডি পার করানো।

সেই লক্ষ্য সফলভাবেই পূরণ করেছেন মিরাজ এবং তাকে সঙ্গ দেওয়া তাইজুল ইসলাম। ৮৪ বলে এই জুটি তোলে মূল্যবান ৬৩ রান। তাইজুল ৪৫ বলে ২০ রান করে আউট হলেও ততক্ষণে লিড পৌঁছায় ১১৫তে।

তাইজুল ফেরার পর মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাকিব। টাইগার এই পেসার মিরাজকে সঙ্গ দিতে খেলেছেন ৮০ বলে ৪১ রানের ইনিংস। এদিকে সাকিব যখন আউট হন তখনও সেঞ্চুরি পূরণ হয়নি মিরাজের। মিরাজ শতকের দেখা পাবেন কি না তা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

১৪৩ বলে সেঞ্চুরি করার পর মিরাজ আউট হন দলীয় ৪৪৪ রানে বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে। ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় ২১৭ রানে। এর আগে বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম।

আরও পড়ুন