রোববারের পত্রিকা: ‘বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী’

newspaper

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংবাদ রবিবারও গুরুত্ব পেয়েছে দেশের কিছু সংবাদপত্র। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দেশে বিদ্যমান গ্যাসসংকট, রাতে সড়ক-মহাসড়কে নিরাপত্তাহীনতা ও চরমপন্থিদের উত্থান বিষয়ক সংবাদও গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক রবিবার কোন সংবাদপত্রের কী শিরোনাম এসেছে।

সমকাল

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাইতেন ফারুকী। এ রকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এ কারণেই সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন। এ পটভূমিতে উপদেষ্টা ফারুকী দাবি করেছেন, মহাপরিচালকের অভিযোগ সত্য নয়। অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাসের মাথায় এই প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল।

গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচকা পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। মহাপরিচালক তাঁর বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগও তোলেন। সৈয়দ জামিলের পদত্যাগের ঘটনায় গতকাল শনিবার নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন। তারা বলেছেন, উপদেষ্টা কেন টাকা চাইলেন, তা তদন্ত করতে হবে।

প্রথম আলো

সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আকার কেমন হতে পারে এ সংক্রান্ত তথ্য নিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘কমিটির আকার বাড়বে, লক্ষ্য তৃণমূলে বিস্তৃতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য আত্মপ্রকাশ হওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আকার আরও বাড়বে। দল ঘোষণার পর আপাতত তৃণমূলে দলকে শক্তিশালী করার দিকে মনোযোগী হবে দলটি। এর আগে ঘোষিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলো থেকে নেতা-কর্মীদের দলে কীভাবে যুক্ত করা হবে, সেই কৌশল শিগগিরই আলোচনা করে ঠিক করবে নতুন দল। পাশাপাশি বক্তব্য-বিবৃতিসহ নিজেদের কর্মকাণ্ডের ক্ষেত্রে আগের চেয়ে আরও সচেতন হবেন দলটির নেতারা।

গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর গতকাল শনিবার দলটির শীর্ষস্থানীয় চার নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। তাঁরা জানিয়েছেন, দল ঘোষণার পরও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে। শিগগিরই এই দুই প্ল্যাটফর্মের কমিটি পুনর্গঠন করা হবে। তাদের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না, দলের কার্যালয়ও হবে আলাদা।

নতুন রাজনৈতিক দলের প্রতীক কী হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। রাজনৈতিক দল গঠনের আগে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে পরিচালিত জনমত জরিপে দলের জন্য বেশ কিছু প্রতীকের প্রস্তাব এসেছে। এগুলোর মধ্যে আছে বই, খাতা, কলম, মুষ্টিবদ্ধ হাত, কবুতর, শাপলা, ইলিশ, বাঘ ইত্যাদি। দলীয় প্রতীক চূড়ান্ত করতে কিছুটা সময় নেবে এনসিপি। এর আগে রাজনৈতিক দলের নিবন্ধন নীতিমালার শর্তপূরণে দলীয় কার্যালয় ঠিক করা হবে।

কালের কণ্ঠ

দেশজুড়ে বিদ্যমান গ্যাসসংকট নিয়ে প্রধান  প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘গ্যাস কম, শিল্পোৎপাদন অর্ধেক’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসসংকটের কারণে দীর্ঘদিন ধরেই চাহিদামতো গ্যাস মিলছে না শিল্প-কারখানাগুলোতে। দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় শিল্প-কারখানার পাশাপাশি সিএনজি স্টেশন, বিদ্যুৎকেন্দ্র, আবাসিক খাতসহ সব ক্ষেত্রে এখন গ্যাসের সংকট চলছে। শিল্পের উদ্যোক্তারা জানিয়েছেন, গ্যাসসংকটের কারণে তাঁদের উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। গত কয়েক মাসে কয়েক শ কারখানা বন্ধ হয়ে গেছে।

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে “জাতীয় নাগরিক পার্টির ‘সেকেন্ড রিপাবলিক’ নিয়ে নানা প্রশ্ন” শিরোনামের পার্শ্বপ্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই গণ-অভ্যুত্থানের যে ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল, সেটিই প্রকারান্তরে ওই অভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্য হিসেবে উঠে এসেছে বলে অনেকের ধারণা। গত শুক্রবার এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহবায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের লক্ষ্য দেশে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা। জুলাই গণ-অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্রেও বলা হয়েছিল, ‘আমরা এই ঘোষণা প্রদান করলাম যে ১৯৭২ এবং ১/১১ কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র (রিপাবলিক) প্রয়োজন, যা রাষ্ট্রে সকল ধরনের নিপীড়ন, শোষণ ও  বৈষম্যের অবসান ঘটাবে এবং এ দেশের তরুণসমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে। আমরা এই অভিপ্রায় ব্যক্ত করিলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে।”

এই অবস্থায় এখানে অনেকের প্রশ্ন, এনসিপি কিভাবে তাদের ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করার লক্ষ্য পূরণ করবে?  এ ছাড়া  ‘সেকেন্ড রিপাবলিক’ বিষয়টি জনপরিসরে এখনো স্পষ্ট নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে নানা প্রশ্নের জবাব খুঁজছে।

ইত্তেফাক

দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে রাতের বেলায় মানুষের ডাকাতের কবলে পড়া সংক্রান্ত খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘রাতে সড়ক-মহাসড়কে ডাকাত আতঙ্ক’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সড়ক বা মহাসড়ক কোনোটিই এখন আর রাতে নিরাপদ নয়। যে কোনো জায়গায় হঠাৎ করেই হাজির হচ্ছে ডাকাত দল। সরকারের তরফ থেকে নানা ঘোষণা থাকলেও এগুলো খুব একটা কাজে আসছে না। সর্বশেষ শুক্রবার মধ্যরাতে পাবনার সাঁথিয়ায় গণডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের সর্বস্ব নিয়ে গেছে। একইভাবে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৮ ঘণ্টার মধ্যে একই স্থানে দুই জন প্রবাসী ডাকাতির শিকার হয়েছেন। বিদেশ থেকে আসা এই প্রবাসীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতরা। দায়িত্ব অবহেলার অভিযোগে কুমিল্লার মিয়া বাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কয়েক দিন আগে টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনায় দুই জন নারীকে শ্লীলতাহানি করা হয়। টাঙ্গাইলেই ডাকাতি হয়েছে শিক্ষার্থীদের পিকনিকের চারটি বাসে।

যুগান্তর

আদালতে অনেকটা প্রকাশ্যে ঘুষ লেনদেন সংক্রান্ত খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘ঘুস ‘ওপেন সিক্রেট শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়মবহির্ভূতভাবে ঘুসের বিনিময়ে আসামিকে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে একটি সিন্ডিকেট। এর নেপথ্যে রয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সংশ্লিষ্ট সদস্যরা। তাদের এই অপকর্ম তিন ধাপে সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়ায় সার্বক্ষণিক সহযোগিতা করছে বেশ কয়েকজন দালাল। এতে অবৈধভাবে প্রতিদিন আয় হচ্ছে কমপক্ষে ৩০ হাজার টাকা। পুরো ঘটনাটি আদালতপাড়ায় এক রকম ‘ওপেন সিক্রেট’। যা বছরের পর বছর ধরে চলছে। কিন্তু সবকিছু জানার পরও নির্বিকার কর্তৃপক্ষ। এমনকি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন দপ্তরের অনিয়ম ও দুর্নীতি এই মুহূর্তে অনেকাংশে হ্রাস পেলেও গারদখানার এই অনিয়ম অব্যাহত আছে নির্বিঘ্নে। যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

অনুসন্ধানে জানা গেছে, আদালতের গারদখানায় বিচারপ্রার্থীদের কাছ থেকে আসামির সঙ্গে দেখা করতে চাইলে ১ হাজার ৫০০ টাকা, আসামিকে খাবার খাওয়াতে চাইলে ১ হাজার টাকা দিতে হয়। আর ওকালতনামায় আসামির স্বাক্ষর আনতে হলে ১০০ থেকে ২০০ টাকা ঘুস দিতে হয় পুলিশ সদস্যদের। টাকা না দিলে এসব সুযোগ দেওয়া হয় না।

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে ‘জনগণের প্রত্যাশা পূরণই চ্যালেঞ্জ’ শিরোনামের একটি পার্শ্বপ্রতিবেদনে বলা হয়েছে, জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা নিয়ে দেশের রাজনীতিতে যাত্রা শুরু করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জনপ্রত্যাশা পূরণে আত্মপ্রকাশের দিনেই বেশকিছু প্রতিশ্রুতিও দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। মাঠের রাজনীতিতে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, তরুণরা যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছেন-জনগণ তা ইতিবাচক হিসাবে গ্রহণ করেছেন। তবে অঙ্গীকারগুলো পূরণ করতে তরুণদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে দলটির নেতারা তেমনটি ভাবছেন না। তাদের মতে, দীর্ঘ সময় বাংলাদেশ দ্বি-দলীয় ভিত্তিতে পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে পরিবারতন্ত্রের রাজনীতি। সেই জায়গা থেকে বেরিয়ে গণতান্ত্রিক চর্চা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চ্যালেঞ্জ ফেস করতেই হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তরুণরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে। নতুন দলের হাত ধরে দেশের পরিবর্তন দেশে পরিবর্তন আসবে এ আশাবাদ ব্যক্ত করেন তারা।

বণিক বার্তা

অপরাধ কার্যক্রমে মোটরসাইকেলের ব্যবহারের পাশাপাশি এই মোটরযানের ব্যাপকহারে দুর্ঘটনায় পড়া সংক্রান্ত খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা।  ‘অপরাধ ও দুর্ঘটনার অনুষঙ্গ হয়ে উঠছে মোটরসাইকেল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক কালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, এর বেশির ভাগ সংঘটনের সময়ে অপরাধীদের মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেছে। কিশোর গ্যাং এবং ছোট-বড় অনেক অপরাধীর অপরাধ কার্যক্রমের অনুষঙ্গ হয়ে উঠেছে দুই চাকার বাহনটি।

শুধু বিভিন্ন অপরাধ সংঘটন নয়, সড়ক দুর্ঘটনায় হতাহতের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে বাহনটি। স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ২০২৪ সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৭৬১টি। এতে নিহত হয়েছেন ২ হাজার ৬০৯ জন এবং আহত ১ হাজার ৮৩২ জন। নিহতদের মধ্যে ১ হাজার ৯৬৩ জন ১৪ থেকে ৪৫ বছর বয়সী।

নয়া দিগন্ত

সরকারের ঋণ গ্রহণের ফলে তৈরি সুদব্যয়ের চাপ— এমন তথ্যভিত্তিক খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়াদিগন্ত। ‘বেপরোয়া ঋণে সুদব্যয়ে উল্লম্ফন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, পতিত ফ্যাসিবাদী সরকারের নির্বিচারে ঋণ গ্রহণের ফলে বাজেটের সুদব্যয় আকাশচুম্বী রূপ নিতে শুরু করেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে যেখানে মোট ব্যয়ের ৩৩ শতাংশ সুদে খরচ ছিল সেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে সেটি ৪২ শতাংশে উন্নীত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়ন প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এক লাখ ৭০ হাজার ৪৫৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে বাজেটের রাজস্ব খাতে। আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব বাজেট থেকে ব্যয় করা হয় ১ লাখ ২৪ হাজার ৬৭৪ কোটি টাকা। আগের বছর প্রথম পাঁচ মাসে যেখানে মোট বাজেট বরাদ্দের ২৬.২ শতাংশ ব্যয় হয়েছিল সেখানে চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় মোট বরাদ্দের ৩৩.৬ শতাংশ। এতে বর্তমান অন্তর্বর্তী সরকারের বাজেট বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির চিত্রই পাওয়া যাচ্ছে।

দেশ রূপান্তর

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হঠাৎ করেই চরমপন্থিদের বেপরোয়া হয়ে ওঠা সংক্রান্ত সংবাদকে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তরও। ‘চরমপন্থি ১২ গ্রুপ বেপরোয়া’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠেছে চরমপন্থিরা। চরমপন্থি সংগঠনগুলো খুন-খারাবি, চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপকর্ম চালাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই তারা বেশি সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকা সংগঠনের সদস্যরা প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি জামিন নিয়ে কেউ কারাগার থেকেও বের হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারীরা খোলস পাল্টে এলাকায় একক আধিপত্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আবার কেউ কেউ ছদ্মবেশে নানা প্রতিষ্ঠানে চাকরি করছে। কেউ ভ্যানচালক, দিনমজুরসহ অন্যান্য পেশাতেও যুক্ত থেকেই কৌশলে অপকর্ম চালিয়ে আসছে। তাদের মধ্যে অনেকেই হত্যাকাণ্ডসহ নানা অপরাধে ভাড়ায় খাটছে। মূলত আত্মসমর্পণকারীরাই উত্তপ্ত করছে অপরাধের মাঠ।

আজকের পত্রিকা

শুল্ক কমানোর পাশাপাশি আমদানি বাড়ানো সত্ত্বেও বাজারে এবার খেজুরের চড়া দাম সংক্রান্ত সংবাদ দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, রোজাদারদের ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খেজুরের দাম কম হওয়া নিয়ে এবার যে প্রত্যাশা ছিল, তা মুখ থুবড়ে পড়েছে। আশা করা হচ্ছিল, আমদানি খরচ হ্রাস পাওয়া এবং গুটিকয়েক আমদানিকারকের সিন্ডিকেটের অবসান হওয়া–এই দুই কারণে খেজুরের দাম কম থাকবে। কিন্তু বাস্তব চিত্র বলছে, আমদানি বৃদ্ধি এবং সরকারের শুল্ক কমানো—কোনোটারই সুবিধা পাচ্ছে না ভোক্তারা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এখন বাজারে খেজুরের দাম গত বছরের তুলনায় বেশি। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, বর্তমানে গত বছরের তুলনায় গড়ে খেজুরের দাম ১০ শতাংশ বেশি রয়েছে।

ডেইলি স্টার

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব হবে কি না এ সংক্রান্ত সংবাদ দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ‘Local polls not feasible by Dec’ বা ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ প্রক্রিয়া এবং লজিস্টিকের কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া উচিত তা নিয়ে মতবিরোধে রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো।

নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ করা, নতুন ভোটার নিবন্ধন করা এবং মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কাজ জুনের আগে শেষ হবে না বলে মনে করছে তারা।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করতে প্রায় দেড় বছর সময় লাগে।

এর অর্থ দাঁড়ায়, নির্বাচন কমিশন যদি এখনই স্থানীয় নির্বাচনের প্রক্রিয়া শুরুও করে, তাহলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।

আরও পড়ুন

সর্বশেষ

ads