সাংবাদিক আনিস আলমগীরকে তুলে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

আনিস আলমগীর। ছবি তার ফেইসবুক থেকে নেওয়া।
আনিস আলমগীর। ছবি তার ফেইসবুক থেকে নেওয়া।

সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর মিন্টোরোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার রাত ৮টার দিকে তাকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে নিয়ে আসা হয়। 

এ ব্যাপারে জানতে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করলে তারা সাড়া দেননি। 

আনিস আলমীগরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাদের কেউ কেউ আনিস আলমীগের সঙ্গে ফোনে কথা বলেছেন।

তিনি তাদের জানিয়েছেন, ডিবি প্রধান কথা বলবেন জানিয়ে তাকে ওই ব্যায়ামাগার থেকে গোয়েন্দার একটি টিম তাকে নিয়ে আসে।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ads