সিএনজি চালকদের শাস্তির সিদ্ধান্ত বাতিল

CNG BRTA

সিএনজি অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাস কারাদণ্ডের আদেশ বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

রোববার বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শিতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বাতিলের আদেশের কথা জানানো হয়।

১১ ফেব্রুয়ারির আদেশে বিআরটিএ-এর আদেশে বলা হয়েছিল, সিএনজিচালিত অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। নির্ধারিত মিটার ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে  বিআরটিএর নির্দেশনা অনুযায়ী মামলা করা হবে।

আদেশ জারি হওয়ার পর থেকে তা প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছ অটোরিকশা চালকরা।

রোববার ঢাকার বেশ কয়েকটি সড়ক অবরোধ করা হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভোগান্তিতে পড়া যাত্রীরা অবরোধের কারণে হেঁটে বা রিকশা নিয়ে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ফোর-স্ট্রোক থ্রি-হুইলার যানবাহনের জন্য জারি করা সাম্প্রতিক বিআরটিএ নির্দেশনা বাতিল করা হয়েছে।

অবরোধ তুলে নিতে এবং যানবাহন চলাচলের স্বাভাবিক করতে চালকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

বর্তমানে অটোরিকশার জন্য সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা এবং তারপরে প্রতি কিলোমিটারে ভাড়া ১২ টাকা হারে বাড়বে। এছাড়াও, ওয়েটিং চার্জ প্রতি মিনিট দুই টাকা করে নির্ধারণ করা আছে।

সিএনজি অটোরিকশা মালিকরাও চালকদের কাছ থেকে প্রতিদিন অতিরিক্ত জামানত আদায় করছেন। সরকারি নীতি অনুযায়ী, মালিকরা প্রতিদিন ৯০০ টাকা করে প্রতি সিএনজি থেকে জামানত আদায় করতে পারবেন।

অনেক চালকের দাবি, মালিকরা তাদের কাছ থেকে দিনে দুবার জামানত আদায় করেছে। কেউ কেউ এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত জামানত আদায় করেছে। তাই চালকরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে বাধ্য হন।

আরও পড়ুন