দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেল আলবিসেলেস্তেরা।
ম্যাচের একমাত্র গোলটি করেন থিয়াগো আলমাদা। ৬৮তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে রাউন্ড-রবিন প্রতিযোগিতায় দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনার অবস্থান আরও সংহত হলো।
উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচে দলে ছিলেন না আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। লাওতারো মার্তিনেজও ছিলেন অনুপস্থিত। তবে তাতেও আর্জেন্টিনার জয় ঠেকাতে পারেনি উরুগুয়ে।
বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে ব্রাজিলের বিপক্ষে তাদের ঘরের মাঠে ড্র করলেই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে লিওনেল স্কালোনির দল।
উরুগুয়ের সেন্টেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকরা ভালো শুরু করলেও দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে সময় লাগে স্কালোনির শিষ্যদের। ৬৮তম মিনিটে আলমাদার দুর্দান্ত গোলটি দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেয়।
মেসিসহ আর্জেন্টিনা দলে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও স্কালোনির কোচিংয়ে এদিন নতুন খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলও দুর্দান্ত নৈপুণ্য দেখায়। ফরোয়ার্ড লাইনে ছিলেন জুলিয়ান আলভারেজ ও আলমাদা, পাশাপাশি নতুন মুখ হিসেবে সুযোগ পান জিউলিয়ানো সিমেওনে।
ম্যাচ শেষে আলমাদা বলেন, “আমি একটু উদ্বিগ্ন ছিলাম, কিন্তু খেলার জন্য প্রচণ্ড ইচ্ছা ছিল। এই দলে সুযোগ পাওয়ার কারণটা মাঠে দেখাতে চেয়েছিলাম। এখন আমাদের বিশ্রাম নিয়ে ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি নিতে হবে।”
তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ইনজুরি সময়ে নাইহাতান নান্দেজের বিরুদ্ধে চ্যালেঞ্জের কারণে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না আর্জেন্টিনা।
অন্যদিকে ব্রাজিলও স্কোয়াড সমস্যায় ভুগছে। প্রথম একাদশের গোলরক্ষক অ্যালিসন, ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে পাওয়া যাবে না আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে।
বিশ্বকাপ বাছাইপর্বের আর মাত্র পাঁচ রাউন্ড বাকি। পয়েন্ট তালিকায় শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে, আর সপ্তম দলকে প্লে-অফ খেলতে হবে। বর্তমানে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের সংগ্রহ ২১ পয়েন্ট, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা উরুগুয়ে ও প্যারাগুয়ের পয়েন্ট ২০।
দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বর অবস্থানে উঠে এসেছে ইকুয়েডর। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২২।