গোল্ডেন গ্লোবে দাপুটে ‘এমিলিয়া পেরেজ’

golden-globe

সমালোচকদের অনুমান সত্যি করে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে বাজিমাত করেছে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি।

সেরা সিনেমাসহ চারটি পুরস্কার জিতে নিয়েছে ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের ‘এমিলিয়া পেরেজ’। এই সিনেমাটি দেখিয়েছে নেটফ্লিক্স।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার বসে গোল্ডেন গ্লোবের ৮২তম আসর। প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন যুক্তরাষ্ট্রের কমেডিয়ান নিকি গ্লেজার।

গোল্ডেন গ্লোবের মনোনয়ন গত ৯ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল। মনোনয়নে সর্বোচ্চ ১০টি শাখায় নাম ছিল ‘এমিলিয়া পেরেজ’র। এই সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা। এছাড়া সেরা মৌলিক গান হয়েছে এই সিনেমার ‘এল মাল’।

মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প ‘এমিলিয়া পেরেজ’। যারা নিজেদের মত করে সুখী হতে চায়। তাদের মধ্যে একজন কুখ্যাত মাদকসম্রাজ্ঞী, যিনি নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চায়।

আরেকটি নন্দিন সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ পেয়েছে ড্রামা ক্যাটাগরিতে সেরা সিনেমার পুরস্কার। এই নামটিও সমালোচকদের ধারণার সঙ্গে মিলে গেছে।

 ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন অড্রিয়েন ব্রডি। একই সিনেমা সেরা পরিচালকের পুরস্কার তুলে দিয়েছে নির্মাতা ব্র্যাডি করবেটের হাতে।

গোল্ডেন গ্লোবে প্রথমবারের মত সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল–কমেডি) পুরস্কার পেয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান এই নারী।

গোল্ডেন গ্লোব হাতে নিয়ে মুর বলেন, “অবিশ্বাস্য, আমার ক্যারিয়ার সাড়ে দশকের বেশি। এই প্রথম অভিনেত্রী হিসেবে জিতলাম!’ 

ইতিহাসভিত্তিক মহাকাব্যিক শো ‘শোগান’ টেলিভিশন ড্রামা ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এটি ড্রামা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

পায়েল কাপাডিয়ার ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত সেরা অ-ইংরেজিভাষী সিনেমা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’।

কার হাতে কোন পুরস্কার

সেরা চলচ্চিত্র (ড্রামা): দ্য ব্রুটালিস্ট

সেরা অভিনেতা (ড্রামা): অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী (ড্রামা): ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)

সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

সেরা পরিচালক: ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)

সেরা চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: এমিলিয়া পেরেজ (ফ্রান্স)

সেরা মৌলিক আবহ সংগীত: চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)

সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)

সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): ভায়োলা ডেভিস

টেলিভিশন বিভাগ

সেরা টিভি সিরিজ (ড্রামা): শোগান (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): হিরোয়ুকি সানাদা (শোগান)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): অ্যানা সোয়াই (শোগান)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): হ্যাকস (এইচবিও/ম্যাক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)

আরও পড়ুন