‘অস্তিত্ব কয় জায়গার নষ্ট করবেন?’

ধানমণ্ডি বত্রিশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া।
ধানমণ্ডি বত্রিশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া।

ঢাকায় সোমবার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিনে ধানমণ্ডি ৩২ নম্বরে জড়ো হয়ে ভাঙচুরের চেষ্টা চালায় একদল বিক্ষোভকারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের বাধা দেয়।

এ সময় একজন সেনা সদস্যকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে সেনা সদস্যকে বলতে শোনা যায়, সভ্য জাতি বিচার ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধান করে, অসভ্য জাতি বাড়িঘর ভাঙে এবং রাস্তায় আগুন লাগায়।

এ কথা শুনে এক বিক্ষোভকারী বলেন, ‘পুরো দেশ জানে আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী। তাদের অস্তিত্ব আমরা এখানে কেন রাখব?’

জবাবে সেনা সদস্য বলেন, ‘তারা তো আমাদের দেশেরই মানুষ। সারা দেশে তাদের অস্তিত্ব আছে। আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট করবেন?’

আরেক বিক্ষোভকারী বলেন, ‘এটা তো তাদের কেবলা। আমরা তাদের কেবলা গুঁড়িয়ে দিতে চাই।’

সেনা সদস্য তখন বলেন, ‘এসব ভাঙলেও মানুষের মাথা থেকে তো যাবে না। এখানে ভাঙলে তারা আবার বানাবে।’

পরে এক বিক্ষোভকারী প্রশ্ন করেন, ‘তাহলে কি আওয়ামী লীগ আবার ফিরবে?’ সেনা সদস্য জবাব দেন, ‘এটা তো অযৌক্তিক প্রশ্ন।’

আরও পড়ুন

সর্বশেষ

ads