যুক্তরাষ্ট্রে বেশি মূল্যের পণ্য ডেলিভারি স্থগিত করল ডিএইচএল

dhl

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে কাস্টমসে লাল ফিতার দৌরাত্ম্য ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি’ পাওয়ায় দেশটিতে ৮০০ ডলারের (৬০৩ পাউন্ড) বেশি মূল্যের পণ্য সরবরাহ স্থগিত করেছে ডিএইচএল এক্সপ্রেস।

পণ্য ডেলিভারি সেবা প্রদান করা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোমবার থেকে ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ সকল দেশের কোম্পানির পণ্য যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে পৌঁছানো সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তারা আরও জানিয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে (বিটুবি) পাঠানো পণ্যের ডেলিভারি অব্যাহত থাকবে, যদিও তা ‘বিলম্বের শিকার হতে পারে’।

আগে ২৫০০ ডলার পর্যন্ত মূল্যের প্যাকেজ ন্যূনতম কাগজপত্রসহ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারত, কিন্তু চলতি এপ্রিলের শুরুতে ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি কঠোর কাস্টমস চেকিং কার্যকর হওয়ায় সেই সীমা কমে গেছে।

ডিএইচএল বলছে, “এই পরিবর্তনের কারণে আনুষ্ঠানিক কাস্টমস ক্লিয়ারেন্সের সংখ্যা ব্যাপক মাত্রায় বেড়েছে, যা আমরা দিনরাত ধরে সামাল দিচ্ছি।”

তারা আরও জানায়, “এই বৃদ্ধি মোকাবেলায় আমরা কাজ করছি, তবে ৮০০ ডলারের বেশি মূল্যের চালান, তা যেখান থেকেই আসুক না কেন, কয়েক দিনের বিলম্বের শিকার হতে পারে।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বর্তমানে ৮০০ ডলারের কম মূল্যের প্যাকেজ সরবরাহ করবে, যা ন্যূনতম চেকিংয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো যায়।

তবে হোয়াইট হাউস ২ মে থেকে ৮০০ ডলারের কম মূল্যের চালান – বিশেষ করে চীন ও হংকং থেকে আসা চালানগুলোর ওপরেও কঠোর ব্যবস্থা নিতে চলেছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, চীনের অনেক পণ্য সরবরাহকারী প্রতারণামূলক শিপিং পদ্ধতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো চালানের প্রকৃত বিষয়বস্তু গোপন করে এবং অবৈধ পদার্থ লুকিয়ে রাখে।

আরও পড়ুন