বলিউডের তারকাদের দামি বাড়ি বা বাংলোর কথা উঠলে সবার আগে মনে হয় মুম্বাইয়ের ব্যান্দ্রা এলাকায় শাহরুখ খানের ‘মান্নতের’ কথা। কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে মান্নতের চেয়ে দামি বাড়ি রয়েছে এক তারকা দম্পতির। জানেন কারা সেই দম্পতি?
এশিয়ার বিলিওনিয়ার রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইতে শুধু বলিউড সেলিব্রেটি নয় এখানে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ অনেক প্রভাবশালী ব্যক্তিদের বাংলো রয়েছে। বিশেষ করে ব্যান্দ্রা, জুহু এবং ওরলি মত এলাকাগুলোতে বেশির ভাগ বাংলো রয়েছে।
ব্যান্দ্রা বলাতে হয়তো আপনার মনে শাহরুকের মান্নতের কথাই আসতে পারে; তবে সেখানে মান্নতের চেয়ে দামি বাংলো রয়েছে। চলুন জেনে নিই কোন সেই বলিউড তারকা জুটি যাদের বাড়ির দাম মান্নতের চেয়েও বেশি।
যে বাড়ির জন্য শাহরুখের মান্নত দ্বিতীয় স্থানে চলে আসছে সে বাড়ির মালিক আর কেউ নয় জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এ বলি তারকা জুটি ভারতের সবচেয়ে ধনী এবং জনপ্রিয় দম্পতির মধ্যে অন্যতম। ব্যান্দ্রায় একটি ছয় তলা বাংলোর ‘কৃষ্ণ রাজ’ নামের একটি নতুন বাড়িতে শিগরিই উঠতে যাচ্ছেন আলিয়া ও রণবীর।
ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, বাড়িটির মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। এছাড়াও এই সেলিব্রিটি দম্পতির পালি হিলের বাস্তু বিল্ডিংয়ে দিইটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট রয়েছে।
অন্যদিকে ২০০১ সালে কেনা শাহরুখের সমুদ্রমুখী বাংলো মান্নতের বর্তমান দাম ২০০ কোটি টাকা।
এছাড়া ব্যান্দ্রায় সইফ আলী খান-করিনা কাপুর খান, জন আব্রাহাম ও আরও অনেকের বাড়ি।