ভূমিকম্পের সময় আতঙ্কে হল থেকে নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন। মুহসীন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে লাফিয়ে পড়ার ঘটনাও ঘটেছে এসময়।
মুহসীন হলের তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক হোসেন।
আহত অন্যদের মধ্যে রয়েছেন, অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের আনজির হোসেন ও জুলফিকার আলী।
বাকি দুই শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর পা ভেঙে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কয়েকদিন আগে ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে লাঞ্ছিত করার ঘটনায় সাদিক হোসেন আলোচনায় আসেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাবির সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেছিলেন লাভলু মোল্লা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভিপি সাদিকের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।
শুক্রবার ছুটির দিনে অনুভূত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল নরসিংদী। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল হওয়া এ কম্পন রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ জোরে অনুভূত হয়।
কম্পন শুরু হতেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা আতঙ্কে ভবন থেকে বের হয়ে আসেন।



