ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার

earthquake

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর এই অঞ্চলের বেশ কিছু দেশে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হন্ডুরাসের প্রায় ২০ মাইল (৩২.১ কিমি) উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের ১৩০ মাইল (২০৯.২ কিমি) দক্ষিণ-পশ্চিমে ক্যারিবীয় সাগরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করেছিল, যেখানে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হয়েছিল। তবে পরে সুনামি সতর্কতা প্রত্যাহারে কথা জানিয়ে বলা হয়, হুমকি কেটে গেছে।

পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়েছে।

কেম্যান দ্বীপপুঞ্জের সরকার এক বার্তায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ভেতরে দিকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিল। ভূমিকম্পের ফলে স্থলভাগে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ২০২১ সালের পর এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে বড় ভূমিকম্প। ২০২১ সালে হাইতিতে ৭ দশমকি ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

ইউএসজিএস জানিয়েছে, টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অপ্রত্যাশিত নয়। ২০১৮ সালে এই অঞ্চলের কাছাকাছি ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় ছোট আকারে সুনামি তৈরি হয়েছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকার জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ads