পরপর দুইদিন ভূমিকম্পের কারণে আবাসিক হলগুলোর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ১৫ দিনের জন্য সব ধরনের শিক্ষাক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বোরবার বিকেল ৫টার মধ্যে খালি করতে হবে সব আবাসিক হল।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় সিন্ডিকেটের জরুরি সভা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকে শিক্ষার্থীদের ওপর সৃষ্ট শারীরিক-মানসিক আঘাত, ভবনগুলোর সম্ভাব্য ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তা বিবেচনা করে আবাসিক হলগুলো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হয়ে পড়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দল, ঢাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে দেখা যায়- হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের আগে শিক্ষার্থীদের সেখানে রাখা নিরাপদ নয়।
এজন্য জরুরি ভিত্তিতে সব আবাসিক হল খালি করা এবং প্রাধ্যক্ষদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে, ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল থাকবে।



