রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নতুন করে ২৪ বিলিয়ন ডলারের (২১ বিলিয়ন ইউরো) সামরিক সহায়তা দেওয়া প্রতিশ্রুতি দিয়েছে দেশটির ইউরোপীয় মিত্ররা।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই সামরিক সহায়তার অর্ধেকের বেশি আসবে জার্মানি থেকে। দেশটির আগামী ৪ বছরে ইউক্রেনকে সবমিলিয়ে মোট ১১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের জন্য তার ইউরোপীয় মিত্রদের এই সামরিক সহায়তার প্রতিশ্রুতি মস্কোর জন্য একটি শক্তিশালী বার্তা।
শুক্রবার ঘোষিত সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে রাডার সিস্টেম, ট্যাঙ্ক বিধ্বংসী মাইন, যানবাহন মেরামত এবং ইউক্রেনের জন্য কয়েক লাখ ড্রোন সরবরাহের জন্য যুক্তরাজ্য এবং নরওয়ের ৫৯ কোটি ডলারের (৪৫ কোটি পাউন্ড) সহায়তা প্যাকেজ। এই অর্থ চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের দেওয়া ৪৫০ কোটি পাউন্ডের সহায়তা প্রতিশ্রুতির অংশ।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, নতুন সহায়তা প্যাকেজের আওতায় জার্মানি ইউক্রেনে এক লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ, ২৫টি পদাতিক যুদ্ধ যান, ১৫টি যুদ্ধ ট্যাঙ্ক, ১০০টি গ্রাউন্ড সার্ভিলেন্স রাডার এবং ১২০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে।
এর পাশাপাশি বার্লিন কিয়েভে ৩০০টি ক্ষেপণাস্ত্রসহ চারটি আইআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠাবে বলে জানান পিস্টোরিয়াস।
ব্রাসেলসে সাংবাদিকদের জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ইউক্রেনের একটি শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন এবং শুধুমাত্র তখনই আলোচনার প্রক্রিয়া একটি ন্যায্য এবং স্থায়ী শান্তির দিকে নিয়ে যেতে পারে।”