২১ দিনে ২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠালো প্রবাসীরা

ডিসেম্বরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠালো প্রবাসীরা। ছবি: প্রতীকী
ডিসেম্বরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠালো প্রবাসীরা। ছবি: প্রতীকী

ডিসেম্বরের ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের বেশি অর্থ পাঠিয়েছে প্রবাসীরা, বাংলাদেশি মুদ্রায় যা ২৪ হাজার কোটি টাকার বেশি।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

এ হিসেবে প্রবাসীরা দৈনিক গড়ে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯ কোটি ৫২ লাখ ডলার বা ১ হাজার ১৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রবাসীদের রেমিটেন্স গ্রহণ করেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ মার্কিন ৫০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স গিয়েছে বাংলাদেশে।  

আরও পড়ুন