আটাশ দিনে ২৪২ কোটি ডলার বা ২৯ হাজার ৪৬ কোটি টাকার বেশি রেমিটেন্স প্রবাসীরা পাঠিয়েছেন বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
আগস্ট থেকে প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিটেন্সের প্রবাহ ছিল। চলতি ডিসেম্বর মাসে ২৮ দিনে তা দাঁড়িয়েছে ২৪২ কোটি ১০ লাখ ডলার, যা ২৯ হাজার ৪৬ কোটি টাকার সমান। বিনিময়মূল্য ১ ডলারের জন্য ১২০ টাকা হিসেবে।
গত বছরের একই সময়ে ১৯১ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল।
ডিসেম্বরের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে ৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে গিয়েছে, যার অর্থ দাঁড়ায় অর্থবছরের জুলাই মাসের শুরু থেকে শনিবার পর্যন্ত ১ হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে ডিসেম্বরের ২১ দিনে দেশে বৈধ পথে পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছিল ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা ২৪ হাজার কোটি টাকার বেশি।
এ হিসেবে প্রবাসীরা দৈনিক গড়ে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯ কোটি ৫২ লাখ ডলার বা ১ হাজার ১৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রবাসীদের রেমিটেন্স গ্রহণ করেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ মার্কিন ৫০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স গিয়েছে বাংলাদেশে।