ফিনল্যান্ডের হেলসিংকিতে প্রবাসী বাঙালিদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার বিকেলে শহরের ভালকিয়া ভবনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। পরে শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।
মহান একুশের এই আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনে প্রায় অর্ধশত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। যাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আত্তে কালেভা এমপি।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে আত্তে কালেভা ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বক্তব্যে বিদেশি কমিউনিটির ভাষা ও এতিহ্য রক্ষায় ফিনল্যান্ড সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের আয়োজনে তাকে অংশীদার করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
আত্তে কালেভা বলেন, বাংলাদেশিরা শুধু পরিশ্রমী নয়, তারা সুশৃঙ্খল। ফিনল্যান্ডের উন্নয়নে বাংলাদেশিদের অংশগ্রহণ অস্বীকার করার উপায় নেই।
বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার বিষয়ে ফিনল্যান্ড সরকারের সদিচ্ছার কথাও তুলে ধরেন এই পার্লামেন্ট মেম্বার।
হেলসিংকিতে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, সিটি করপোরেশন বাঙালি কমিউনিটির পাশে থাকবে।
আলোচনা সভায় আয়োজকদের পক্ষে বক্তব্যে ‘শহীদ মিনার বাস্তবায়ন কমিটির’ প্রধান ভূইয়া এন জামান স্থায়ী শহীদ মিনার নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, হেলসিংকি সিটি কাউন্সিলর প্রাথী তাসলিমা আকতার জামান।
বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের অমর একুশের আয়োজন।
এতে বাংলাদেশিদের নিয়ে গড়া স্থানীয় ব্যান্ড দল ‘অচেনা’ ছাড়াও ফিনল্যান্ডের ব্যান্ড ‘মিকা হাস্সি আয়োলাহতো’ সঙ্গীত পরিবেশন করে।
এছাড়া নেপালের সারদ সাক্ষ্য এবং ঘানার ওসমান তাদের নিজেদের ভাষায় গান গেয়ে শোনান।
এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাঙালি খাবার ও পোশাকের সম্ভারে সাজানো বিভিন্ন ষ্টল। সমাপণী বক্তব্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন অনুরূপ কান্তি দাস।
সমাপণী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আয়ান সাইফুল। এছাড়া বিভিন্নভাবে সহযোগিতা করেন আরিফ, মোহাম্মদ আলী বাবু, আজিজুল হক পাপন, ইমন আহমেদ, তাপস খান, কাজিম উদ্দিন, নোমান আব্দুল্লাহ প্রমুখ।
বাংলা ভাষাভাষী কমিউনিটির যেকোনো খবর সরাসরি পাঠাতে পারেন দ্য সান ২৪- এর ইমেইলে ([email protected])