বিস্ফোরণে কাঁপলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাকিস্তানকে সন্দেহ

অন্ধকারে নিমজ্জিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর।
অন্ধকারে নিমজ্জিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর।

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘর্ষের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানে হামলা চালিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার রাতে রয়টার্সের একজন সাংবাদিক জানান, শহরে সাইরেন বাজছে এবং লাল রঙের ঝলকানি তিনি দেখেছেন। পুরো শহর ‘ব্ল্যাকআউটে’ নিমজ্জিত।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এবং এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এ হামলার বিষয়ে পাকিস্তানের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও একজন ভারতীয় কর্মকর্তা দাবি করেছেন, “আমাদের সেনা স্থাপনায় হামলা হচ্ছে, জম্মু (অঞ্চলের) পাঁচটি জেলায় এটি ঘটছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ভারতীয় সামরিক সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিং পুরা এবং আরনিয়া শহরে পাকিস্তান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ইউনিট দ্বারা প্রতিহত করা হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, মূলত বৃহত্তর আক্রমণের অংশ ছিল ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া এবং চীন পারমাণবিক শক্তিধর দুটি দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে, পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলাদাভাবে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

১৯৪৭ সালে ঔপনিবেশিক ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক চলে আসছে। দেশ দুটি তিনটি যুদ্ধ করেছে, যার মধ্যে দুটি কাশ্মীরকে কেন্দ্র করে এবং এর বাইরেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে। নব্বইয়ের দশকে পৃথকভাবে দেশদুটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়।

ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা

ভারত দাবি করে আসছে, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসলামাবাদ-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলার প্রতিশোধ হিসেবে তারা বুধবার পাকিস্তানে নয়টি “সন্ত্রাসী অবকাঠামোতে” আঘাত হেনেছে।

অবশ্য পাকিস্তান শুরু থেকেই ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছে। তাছাড়া ভারত যেসব লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে সেগুলো কোনো জঙ্গি ঘাঁটি নয় বলেও দেশটির দাবি।

ওই হামলার অংশ নেওয়া পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

এছাড়া পাকিস্তানের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে তারা করাচি ও লাহোরের দুটি বৃহত্তম শহর এবং রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর সহ একাধিক স্থানে ভারতের ২৯টি ড্রোন ভূপাতিত করেছে, যেখানে তাদের সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত।

পাল্টা দাবি করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করেছিল। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে নিস্ক্রিয় করতে সক্ষম হয়।

এর জবাবে ভারতীয় বাহিনী বৃহস্পতিবার পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডারকে লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে, দুই দেশের বিরোধে ভারতীয় রুপির মূল্যমান আগের চেয়ে ১% কমে ৮৫.৭১ এ দাঁড়িয়েছে। শেয়ার সূচকেও পড়েছে এর প্রভাব।

আরও পড়ুন

সর্বশেষ

ads