চলমান বিপিএলে পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
জাতীয় ক্রীড়া পরিষদ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-এ অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সংক্রান্ত ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করার কথা বলা হয়েছে।
তিন সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে (ক্রীড়া)। সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকছেন সহকারী পরিচালক (ক্রীড়া)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “এবারের বিপিএল আয়োজনে ৩টি ক্রীড়া অবকাঠামো মেরামত/সংস্কারে সরকার কতৃক বড় অঙ্কের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।”
বিপিএল পারিশ্রমিক সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু খবর ক্রীড়া পরিষদের নজরে এসেছে এবং তারা মনে করে, “পারিশ্রমিক পরিশোধ না করা হলে তা বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর।”
উত্থাপিত ইস্যুগুলো যথাযথ খতিয়ে দেখতে এই সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এই কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এবারের বিপিএলে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো ও যথাযথ নিয়মে না দেওয়ায় চলছে তুমুল সমালোচনা।