ফখরুল বললেন ‘অপকর্ম করবেন না’, ছাত্রদল পেটাল অভিনেতা সিদ্দিককে

অভিনেতা সিদ্দিককে মারধরের ভাইরাল ভিডিও ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট
অভিনেতা সিদ্দিককে মারধরের ভাইরাল ভিডিও ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট

বিএনপির মহাসচিব যখন নিজ দলের নেতাকর্মীদের অপকর্ম বন্ধ করার নির্দেশ দিচ্ছেন,আর তখনই অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে পিটিয়ে রমনা থানায় সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ঠাকুরগাঁও গণসংযোগের সময় বিএনপির মহাসচিব বলেন, “বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না।” ঠিক এক সময় রাস্তার মধ্যে জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ব্যাপক মারধর করে ছাত্রদল।

মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তাকে আটক করে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

সিদ্দিকুর রহমান সিদ্দিক জনপ্রিয় কমেডি অভিনেতা। গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) মো. আতিকুল আলম সাংবাদিকদের জানান, রাজধানীর মিন্টো রোড থেকে জনতা কর্তৃক আটক করে বিকাল পৌনে পাঁচটার দিকে থানায় সোপর্দ করা হয়।

তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক

পুলিশ জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে মিন্টো রোডের পুরাতন রমনা থানার সামনে থেকে অভিনেতা সিদ্দিকুর রহমানকে আটক করে স্থানীয় ও হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাকে কয়েক দফায় মারধর করা হয়।

এসময় টানাহেঁচড়ায় তার পড়নের জামা ছুঁড়ে যায়। পরে বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়।

গত বৃহস্পতিবার রাতে গুলশানের শাহজাদপুরে দেলোয়ার টাওয়ারে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন অভিনেতা সিদ্দিক। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে ধরতে টাওয়ারের সামনে অবস্থান নেন। বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।

পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিএনপি নেতাকর্মীরা তার বাসায় হামলা চালান। তবে জামিল বাসায় না থাকায়, চেহারার মিল থাকায় তার ভাই আনোয়ার হোসেন কুডুকে ভুল করে মারধর করে চলে যান তারা। আহত কুডুকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁওয়ে গণসংযোগে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এদিকে, দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন। না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।

তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন।”

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখ

আরও পড়ুন

সর্বশেষ

ads