চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তার সেই আশা পূরণ হওয়ার বাস্তবসম্মত কোনো আভাস এখনও পর্যন্ত নেই। তবে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারকে জাতীয় দলে খেলাতে আরেকবার চেষ্টার কথা বললেন ফারুক আহমেদ। একই সঙ্গে তামিম ইকবালের সঙ্গেও আলোচনা করবেন বলে জানালেন বিসিবি প্রধান।
চলমান বিপিএলে সরাসরি দল পেয়েছিলেন সাকিব। কিন্তু বর্তমান বাস্তবতায় টুর্নামেন্টে অংশ নিতে দেশে আসতে পারেননি অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার। গত সেপ্টেম্বরের ভারত সফরের পর বাংলাদেশের হয়ে আর খেলতে পারেননি তিনি। নিরাপত্তাজনিত কারণে গত অক্টোবরে বিদায়ী টেস্ট খেলতে দেশে আসতে পারেননি, ফিরে যান মাঝপথ থেকে।
এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার সম্ভাবনা তেমন একটা দেখেন না বিসিবি সভাপতি ফারুক। তবে টুর্নামেন্টের দল ঘোষণার আগে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার কথা বললেন তিনি।
বিপিএলের ম্যাচ চলার ফাঁকে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন ফারুক। সেখানেই আলাপচারিতায় বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে নিজের ভাবনার কথা জানান ফারুক।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা করতে হবে বিপিএলের মাঝপথেই। তাই এর মাঝেই সাকিবকে নিয়ে একটা সিদ্ধান্তে আসতে চান বিসিবি প্রধান।
“একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সেটা হয়নি… এখন যে অবস্থা, গত কয়েকটি সিরিজ সে খেলেনি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য কঠিন (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা)।”
“সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।”
তবে পুরো ব্যাপারটি যে নির্ভর করছে সরকারের ওপর নির্ভর করছে সেটা পরিষ্কার করেছেন ফারুক।
“সাকিব এখনও অবসর নেয়নি, তেমন কিছু হয়নি। যদি অবসর নিয়ে ফেলত, তাহলে বলতাম যে সাকিব এখন আর নেই। তার যে ইস্যুগুলো আছে… সে তো মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে ওইটা কী করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় থেকে যদি নিদের্শনা আসে, ওর যে সমস্যাগুলো আছে, ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে। তার পর তার ফিটনেস, মানসিক অবস্থা, এসব নির্বাচক কমিটি দেখে ঠিক করবে।”
সাকিবের প্রসঙ্গ ধরেই এলো তামিমের কথা। বিসিবি সভাপতি নিজ থেকেই বললেন বাঁহাতি ওপেনারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন প্রায় দেড় বছর ধরে। এ নিয়ে তামিমের সঙ্গে সরাসরি আলোচনার কথা বললেন বিসিবি সভাপতি।
“তামিমের সঙ্গে আলোচনা হতে হবে ‘ওয়ান টু ওয়ান।’ সরাসরি কথা বলতে হবে। সে যেভাবে পারফর্ম করছে, এখনও যেভাবে খেলছে, আপনি তাকে দলে দেখতে চাইতেই পারেন। ফিটনেস একটা ব্যাপার অবশ্যই… তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো পারফরম্যান্স।”
“সে যদি এভাবে পারফর্ম করতে থাকে… তার পর নির্বাচক যদি মনে করেন তাকে দরকার… তখন ফিল্ডিংয়ে তাকে কীভাবে আড়াল করা যায় বা কোনোভাবে দলে সেট করা যায় কি না, এসব নির্বাচকরা ভেবে দেখতে পারেন।”