ফিনল্যান্ডের সংসদ ভবনে সোশাল ডেমোক্রেটিক পার্টিরি (এসডিপি) ৩০ বছর বয়সী সংসদ সদস্য এমেলি পেলতোনেন মারা গেছেন।
ট্যাবলোয়েড পত্রিকা ‘ইলতা লেহতি’ জানিয়েছে, ওই এমপি সংসদ ভবনে আত্মহত্যা করেছেন।
সংসদের নিরাপত্তা পরিচালক আরো তইভোনেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উলে নিউজকে বলেছেন, তিনি এই তথ্যটি অস্বীকার করছেন না।
সংসদের যোগাযোগ পরিদপ্তর থেকেও উসিমা থেকে নির্বাচিত ওই এমপির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। এ ঘটনায় সংসদ গভীর শোক প্রকাশের পাশাপাশি এমিলি পেলতোনেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পেলতোনেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন এবং সংসদের প্রশাসনিক ও আইনি কমিটির সদস্য হিসেবে কাজ করতেন।
এছাড়াও তিনি ইয়ারভেনপা সিটি কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
হেলসিংকি পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টা ৬ মিনিটে তাদের কাছে জরুরি ফোন কলটি আসে। পুলিশের ভাষ্য মতে, এ ঘটনায় তারা অপরাধের প্রাথমিক আলামত পাননি, তবে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো (এনসিপি) কায়ানি শহরে এক প্রেস ব্রিফিংয়ে ওই এমপির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
কায়ানিতে ন্যাশনাল কোয়ালিশন পার্টির সংসদীয় দলের বার্ষিক গ্রীষ্মকালীন বৈঠক চলছিল।
ওরপো বলেন, “কিছুক্ষণ আগে আমাদের সবার কর্মস্থল, সংসদ থেকে একটি সত্যিই মর্মান্তিক খবর এসেছে। আমাদের একজন সহকর্মী সংসদ ভবনে মারা গেছেন। এটি খুবই দুঃখজনক খবর।”
যদিও তার মৃত্যুর বিস্তারিত কারণ তখনও নিশ্চিত হয়নি, ওরপো তার প্রতি শ্রদ্ধায় এক মুহূর্ত নীরবতা পালন করেন।
তিনি আরও বলেন, “একই সাথে আমরা তার পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ঘটনাটি আমাদের সবাইকে গভীরভাবে আহত করেছে।”
ওই সাংসদের মৃত্যুর কারণে কায়ানিতে দলের রাজনৈতিক আলোচনা দিনের বাকি সময়ের জন্য স্থগিত রাখা হয়।
সংসদের স্পিকার ইউসি হাল্লা-আহো (ফিনস পার্টি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে শোক প্রকাশ করেছেন।
তিনি লেখেন, “সংসদের পক্ষ থেকে আমি পেলতোনেনের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পেলতোনেন ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং সহকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন, যিনি দলের সীমানা ছাড়িয়ে সবার কাছে সমান মাত্রায় জনপ্রিয় ছিলেন।”
এসডিপির প্রতিক্রিয়া
এসডিপির সংসদীয় দলের চেয়ারপারসন তুত্তি তুপ্পুরাইনেন বলেন, “এমেলি পেলতোনেনের মৃত্যু আমাকে এবং আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি আমাদের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন এবং তার শূন্যতা আমরা গভীরভাবে অনুভব করব। একটি তরুণ জীবনের অকাল সমাপ্তি ঘটেছে। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের এই শোক কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।”
এসডিপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী সান্না মারিন ইনস্টাগ্রামে পেলতোনেনের প্রিয়জন এবং সংসদীয় দলের প্রতি সমবেদনা জানান।
তিনি পেলতোনেনের সাথে কাজ করার সময়ের কথা স্মরণ করে লেখেন, “আমি তোমাকে বহু বছর ধরে চিনি। আমি চাই তুমি আমাদের মাঝে বেঁচে থাকবে। তোমার জীবন খুব দ্রুত শেষ হয়ে গেল।”
এসডিপির চেয়ারপারসন আন্তি লিন্দতমান ইনস্টাগ্রামে লিখেছেন, “এটা মেনে নেওয়া কঠিন যে আমাদের প্রিয় বন্ধু এবং সহকর্মী এমেলি আর নেই এবং আমরা তার হাসি বা তার সহজ সাবলিল অভিব্যক্তি আর কখনো দেখতে পাব না।”
লিন্দতমান আরও বলেন, “এমেলি ছিলেন একজন অসাধারণ মানুষ। তিনি নিজের জন্য কিছুই দাবি করেননি, বরং সবসময় ফিনল্যান্ড এবং সোশাল ডেমোক্রেটিক আন্দোলনের সাধারণ লক্ষ্যের জন্য কাজ করে গেছেন।”