ফায়ার সার্ভিস, সেনা, পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সচিবালয়ের যে ভবনটিতে আগুন লেগেছিলো সে ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ।
এদিকে নিয়ন্ত্রণে এলেও আপাতত কর্মচারী বা কর্মকর্তাদের সচিবালয়ের ওই ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে প্রথম আলো জানিয়েছে।
এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলামকে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর মঙ্গলবার রাত ১ টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস পেয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
ওই এলাকায় মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি, জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
কীভাবে ওই ভবনে আগুন লাগল কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে তা জানা যায়নি।