ফুটবল ছাড়লেন বিশ্বকাপজয়ী ভারান

varane
Picture of admin

admin

Author

[Sassy_Social_Share align="left"]
[Sassy_Social_Share align="left"]

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদের হয়ে একাধিকবার চ্যাম্পিয়নস লিগজয়ী রাফায়েল ভারান ফুটবল থেকে অবসর নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত জুলাইয়ে ইতালিয়ান সিরি আ–এর দল কোমোয় যোগ দেন ৩১ বছর বয়সী এই সেন্টারব্যাক। কয়েক সপ্তাহ পর গত ১১ আগস্ট কোপা ইতালিয়ায় সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারান। গত মাসের শেষ দিকে তাঁকে ক্লাবের সিরি আ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এরপর ফুটবল থেকে অবসরই নিয়ে ফেললেন ২০১৮ বিশ্বকাপজয়ী ভারান।

রিয়াল মাদ্রিদে কাটানো ১০ মৌসুমের কারণেই ভারানকে বেশি মনে রেখেছেন সবাই। এ সময় ক্লাবটির হয়ে ৩৬০ ম্যাচ খেলে তিনবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এ ছাড়া উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন একাধিকবার। সব মিলিয়ে রিয়ালে ১৮টি শিরোপা জিতেছেন ভারান। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল ছেড়ে তিনি যোগ দেন ইউনাইটেডে। এরপর ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও গত মৌসুমে এফএ কাপ জেতেন ইউনাইটেডের হয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসর ঘোষণায় ভারান লিখেছেন, ‘সব ভালোরই শেষ আছে।’ ক্যারিয়ার নিয়ে ‘কোনো অনুশোচনা নেই’ বলেও তিনি জানিয়েছেন অবসর ঘোষণার এই স্ট্যাটাসে। ভারান সেখানে আরও লিখেছেন, ক্যারিয়ারের সব অর্জন ও স্মৃতি তাঁকে ‘বিপুল গর্ব ও পূর্ণতার অনুভূতি এনে দিয়েছে’।

Author

আরও পড়ুন

সর্বশেষ