ফ্রান্সের মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত ফ্রঁসোয়া বাইয়ুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ শুক্রবার তার নিয়োগ চূড়ান্ত করেন।
এর মধ্য দিয়ে চলতি বছরেই চারজন প্রধানমন্ত্রী দেখল ফ্রান্স।
৭৩ বছর বয়সী বাইয়ু ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টির নেতা, যাকে মাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে গণ্য করা হয়।
বাইরু ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ প্রভাবশালী। তিনি এর আগে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাউ শহরের মেয়রও ছিলেন।
নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মাথায় গত সপ্তাহে ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান প্রধানমন্ত্রী বার্নিয়ে।
সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা খাটিয়েছেন।
বিবিসি ও আল জাজিরা অবলম্বনে