শুক্রবারের পত্রিকা: ‘রাতভর যমুনার সামনে বিক্ষোভ’

Newspaper_07022025 (5)
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং এর প্রতিক্রিয়ায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের খবর শুক্রবারও প্রধান প্রতিবেদন করেছে বেশিরভাগ সংবাদপত্র। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবর এবং এ নিয়ে বিক্ষুব্ধ লোকজনের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার খবরও গুরুত্ব পেয়েছে। এ ছাড়া এই ঘটনার প্রেক্ষাপটে নতুন করে রাষ্ট্রপতির পদত্যাগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠার খবরও গুরুত্ব দিয়ে ছেপেছে কয়েকটি সংবাদপত্র। এর বাইরে ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে দুই দেশের মানুষের আতঙ্ক ও উৎকণ্ঠা, বিগত কয়েক বছরে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যমাত্রায় বৃদ্ধি, আড়াই হাজার কোটির প্রকল্পে আড়াই শ কোটি টাকার অনিয়মের খবরসহ বিভিন্ন বিষয়ভিত্তিক খবরও গুরুত্ব দিয়ে ছেপেছে সংবাদপত্রগুলো। এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে বা প্রথম পাতায় গুরুত্বের সঙ্গে ছেপেছে।

কালের কণ্ঠ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান নেওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘রাতভর যমুনার সামনে বিক্ষোভ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাঁদের সঙ্গে ছাত্রশিবিরসহ আরো কয়েকটি সংগঠন ও ছাত্র-জনতা অবস্থান নেয়। রাত ৩টায় এই প্রতিবেদন লেখার সময় যমুনার সামনে কড়া নিরাপত্তার মধ্যে তারা বিক্ষোভ করছিল।

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গত রাতে সংবাদমাধ্যমকে জানান, আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে।

কালের কণ্ঠের প্রথম পাতায় ‘আবারও পাক-ভারত পাল্টাপাল্টি হামলা’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মোদি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পাকিস্তানে ‘অপারেশন সিন্দূর’ পরিচালনার পর বিশ্বে পাকিস্তানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ধরন নিয়ে বেশ কানাঘুষা চলছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই ভারতে দুই দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ গতকাল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন, ভারত যদি উত্তেজনা আর না বাড়ায়, তাহলে পাকিস্তান কোনো ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ নেবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। ভারতও ধৈর্যের পরিচয় দেয়নি। ভারত সরকার পাকিস্তানের ১৫টির বেশি শহরে গতকাল হামলা চালিয়েছে।

প্রথম আলো

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে উভয় দেশের পুনরায় পাল্টাপাল্টি হামলার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘ভারতপাকিস্তান উত্তেজনা: আবার পাল্টাপাল্টি হামলা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে,  কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা কমছে না। গতকাল বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এ দিন রাতেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে।

প্রথম আলোর প্রথম পাতায় ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন, বিতর্ক’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন তৈরি হয়েছে। তিনি গত বুধবার রাতে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দপ্তর।

পারিবারিক একটি সূত্রে জানা গেছে, আবদুল হামিদ চিকিৎসার জন্য বিদেশ গেছেন। তাঁর সঙ্গে গেছেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

সমকাল

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের লোকজনের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘আবদুল হামিদের বিদেশযাত্রা, যমুনার সামনে ক্ষুব্ধ ছাত্ররা’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কী প্রক্রিয়ায় আবদুল হামিদ বিদেশ গেছেন, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভোররাতে আবদুল হামিদ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন। বেলা গড়াতেই এই খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তারা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় যুব অধিকার পরিষদ।

সমকালের প্রথম পাতায় ‘আতঙ্ক-উৎকণ্ঠায় দুই দেশের মানুষ’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী মানুষের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। বিশেষ করে কাশ্মীরের দুই অংশের মানুষ রয়েছে ব্যাপক আতঙ্কে। উপত্যকার ভারতীয় অংশে পুঞ্চ ছেড়ে এরই মধ্যে কয়েকশ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে। যে কোনো হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে কয়েকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশেষ করে পাঞ্জাব, জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি শহরে সন্ধ্যার পর ব্ল‍্যাকআউট ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও সাইরেন বাজিয়ে চলছে প্রস্তুতি।

ইত্তেফাক

ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘাতময় পরিস্থিতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিস্ফোরণ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি দিল্লির’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে ভারত। গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে। দিল্লি পাকিস্তানের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে। এদিকে ১৫টি শহরে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারত যে দাবি করেছে তা অস্বীকার করেছে ইসলামাবাদ।

দুই দেশই একে অন্যের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। পরমাণু যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। আর পাকিস্তান ভারতে পালটা হামলা চালালে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে দুই দেশকে সংযত থাকতে সংযত করতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। লাহোরে মার্কিন কনস্যুলেটে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

যুগান্তর

পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের সংঘাতে জড়িয়ে পড়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘ভারতের অপারেশন সিঁদুর মোকাবিলায় পাকিস্তান: ড্রোন রকেটে পালটা হামলা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার ঠিক আগ মুহূর্তে আবার আতঙ্ক ফুটে উঠল ভারতশাসিত জম্ম-কাশ্মীরে। পরপর বিস্ফোরণে হঠাৎ কেঁপে ওঠে জম্মু। আখনুর, সাম্বারে বেজে ওঠে সাইরেন। পাকিস্তানের দিকে এলওসির ওপার থেকে উড়ে আসে একাধিক রকেট। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয় পুরো এলাকা। ভারতের সেনাবাহিনী বলছে, মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। নওসেরায় জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। পালটা জবাবে লাহোর, শিয়ালকোটে হামলা চালায় ভারত। রাজস্থান, পাঞ্জাব, পাঠানকোন, উরি, উধমপুরেও হামলার সাইরেন বাজতেই ব্ল্যাকআউট করে ফেলা হয়। নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি গেটের।

যুগান্তরের প্রথম পাতায় ‘সবাই সবকিছু জানে তবু তদন্ত কমিটি’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হত্যা মামলার আসামি হয়েও কীভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, চুপিসারে নয়, বিমানবন্দরে সব গোয়েন্দা সংস্থার দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতি এবং ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করেই দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। শুধু নিজে নয়, সঙ্গে নিয়ে গেছেন ছেলে ও শ্যালককেও। ঢাকা ত্যাগের সময় সাবেক এ রাষ্ট্রপতি ভিআইপি টার্মিনাল ব্যবহার করেন এবং বিমানবন্দরের সার্বিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি প্রায় ৪ ঘণ্টা অবস্থান করেন। সরকারের দায়িত্বশীল পর্যায়ের সম্মতি ছাড়া তিনি দেশত্যাগ করেননি। নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য জানায়।

বণিক বার্তা

দরিদ্রতার কারণে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্যসংখ্যক অভিভাবক সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাকে বেছে নিয়েছেন— এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। দেশে সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিক্ষা ব্যবস্থা এখন কওমি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্রতার কারণে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্যসংখ্যক অভিভাবক সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাকে বেছে নিয়েছেন। দেশে বর্তমানে মূলধারার মাদ্রাসা রয়েছে দুই ধরনের—আলিয়া ও কওমি। এর মধ্যে আলিয়া মাদ্রাসাগুলো সাধারণত সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। তাদের শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সরকারি কারিকুলাম অন্তর্ভুক্ত থাকে। সেই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যও সংরক্ষণ করে বাংলাদেশ শিক্ষাতথ্য ‍ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। অপরদিকে কওমি মাদ্রাসা শিক্ষা পরিচালিত হয় সম্পূর্ণ বেসরকারিভাবে এবং শিক্ষাক্রমও পুরোপুরি নিজস্ব পদ্ধতিতে তৈরি। এমনকি এ ধারার প্রতিষ্ঠানগুলোয় কোনো মনিটরিং কিংবা অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্পষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই।

বণিক বার্তার প্রথম পাতায় ‘ভারত-পাকিস্তান সংঘাত: পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে পাকিস্তান একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। জবাবে পাকিস্তানের লাহোরে হামলা চালানোর দাবি জানিয়েছে নয়াদিল্লি। তবে ভারতে মিসাইল ও ড্রোন হামলার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এমনকি গতকাল রাতে লাহোরে নতুন করে কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বাংলাদেশ প্রতিদিন

ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘাতময় পরিস্থিতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘আরও রণপ্রস্তুতিতে ভারত-পাকিস্তান: ফের হামলায় যুদ্ধবিমান ড্রোন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই দিনের ব্যবধানে ভারত ফের হামলা চালিয়েছে পাকিস্তানের লাহোরে। সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ভারত দাবি করেছে। একই সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানি বিমানবহর একযোগে উত্তর-পশ্চিম ভারতের (জম্মুও কাশ্মীর) ১৫টি সামরিক ঘাঁটির ওপর হামলা চালিয়েছে। খবরে বলা হয়, উভয় পক্ষের হামলা-পাল্টা হামলা হয়েছে গতকাল ভোরের দিকে। তাৎক্ষণিকভাবে এ হামলা-পাল্টা হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘হামিদের দেশত্যাগে তোলপাড়’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে গেছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

অনেকেই ইতোমধ্যে দেশ ছাড়লেও এত দিন দেশেই ছিলেন শেখ হাসিনা সরকারের আমলে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন। তাঁর দেশত্যাগে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনের ভিতরে ও বাইরে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

নয়া দিগন্ত

যুদ্ধবিমানের হামলার পর এবার ড্রোনের লড়াইয়ে মেতেছে ভারত ও পাকিস্তান— এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘এবার পাক-ভারত ড্রোন যুদ্ধ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানের হামলার পর এবার ড্রোনের লড়াইয়ে মেতেছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের ছয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর দেশটির বিভিন্ন স্থানে সামরিক ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা তাদের ভূখণ্ডে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্য দিকে ভারত জানিয়েছে, তারা তাদের সেনাবাহিনীর ওপর একটি পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করেছে। এর আগে গুলি চালিয়ে ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান। দেশটির সেনাবাহিনী বলেছে, সশস্ত্রবাহিনী তাদের ‘সফট-কিল’ (প্রযুক্তিগত) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রশস্ত্রের ব্যবহার) দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ২৫টি ইসরাইলি হরপ ড্রোন গুলি করে নামিয়েছে।

নয়া দিগন্তের প্রথম পাতায় ‘মাঠ দখলের চেষ্টা ব্যর্থ সিলেট সীমান্তে পিছু হটল বিএসএফ’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া হাওর এলাকার ১২৭৮-৭৯ পিলারের মধ্যে যৌথ জরিপ কেন্দ্র করে ভারতীয় বিএসএফের সাথে বাংলাদেশের বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জরিপ না করেই ফিরে গেছেন জরিপ দল। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার নলজুরির খাসি হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

আজকের পত্রিকা

উত্তেজনার পারদ বাড়িয়ে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ভারত-পাকিস্তান: পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে বেজে ওঠে সতর্কসংকেত। অন্ধকারাচ্ছন্ন ভুতুড়ে নগরীতে পরিণত হয় জম্মু। সতর্কসংকেত বেজেছে ভারতের পাঞ্জাবেও।

আজকের পত্রিকার প্রথম পাতায় ‘আড়াই হাজার কোটির প্রকল্পে অনিয়ম আড়াই শ কোটির’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মৎস্য খাতের বড় সরকারি উদ্যোগ ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প’তে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটিতে অডিট অধিদপ্তর ২৫৮ কোটি টাকার গুরুতর আর্থিক অনিয়ম পেয়েছে।

দেশ রূপান্তর

সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের দেশত্যাগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘আবদুল হামিদের দেশত্যাগে আবারও ‘চাপে রাষ্ট্রপতি! শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের দেশত্যাগকে কেন্দ্র করে ‘নতুন শোরগোলে দেশ’। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে দিনভর ছিল আলোচনা-সমালোচনা ও নানাবিধ প্রশ্ন। রাজধানীসহ বিভিন্ন স্থানে হয়েছে প্রতিবাদ। বঙ্গভবনের সামনে হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের প্রশ্ন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে দুই মেয়াদের রাষ্ট্রপতি, যার নামে রয়েছে মামলা; তিনি কীভাবে দেশত্যাগ করার সুযোগ পেলেন? তারা বলছেন, যারা সুযোগ করে দিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে।

দেশ রূপান্তরের প্রথম পাতায় ‘ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্য শুরু হওয়া নতুন এ সংঘাত চমকে দিয়েছে বিশ্বকে। বিশ্বনেতারা দুই দেশের প্রতিই সংযম ধারণের আহ্বান জানিয়েছেন। কোনো কোনো দেশ ভারত-পাকিস্তানকে আলোচনার টেবিলে বসানোরও উদ্যোগ নেওয়ার কথা বলেছে। কিন্তু বুধবারের ওই ঘটনার পর দৃশ্যমান ইতিবাচক কোনো পদক্ষেপ চোখে পড়েনি। উল্টো গতকাল বিচ্ছিন্নভাবে ভারত থেকে পাকিস্তানে ড্রোন হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন