শুক্রবারের পত্রিকা: ‘আস্থা সংকটে বিনিয়োগে মন্দা’

newspaper

দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে করা কয়েকটি প্রতিবেদন শুক্রবার প্রকাশিত সংবাদপত্রগুলোতে গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। এসব প্রতিবেদনে মধ্যে ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে আস্থাহীনতার কারণে দেশে বিনিয়োগে মন্দা, এ বছর আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হবে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে শঙ্কা প্রকাশ ও গত এক দশকে বিভিন্ন দেশ থেকে অবৈধ হয়ে প্রায় ৭ লাখ বাংলাদেশির দেশে ফেরার খবর উল্লেখযোগ্য। এর বাইরে ভারতশাসিত কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধের আবহ সৃষ্টির খবরও শুক্রবার গুরুত্ব দিয়েছে ছেপেছে সংবাদপত্রগুলো। এ ছাড়া চার থেকে পাঁচটি ব্যয়বহুল চিকিৎসার জন্য বিমা-সুবিধা দিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেবে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন– এমন একটি খবরও গুরুত্ব পেয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

কালের কণ্ঠ

নানা কারণে দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে আস্থাহীনতার কারণে দেশে বিনিয়োগে মন্দা চলছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘আস্থা সংকটে বিনিয়োগে মন্দা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বিনিয়োগে মন্দা চলছে। উচ্চ সুদের হার, উচ্চমূল্যেও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট, ডলার সংকটে টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা কারণে দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে আস্থাহীনতা চরমে। এ কারণে তাঁরা বিনিয়োগে আগ্রহ পাচ্ছেন না। আবার এসঅ্যান্ডপি, মুডিস ও ফিচ রেটিংয়ে বাংলাদেশের ঋণমানের অবনমনসহ নানা সূচকের দুর্বলতার কারণে বিদেশি বিনিয়োগকারীদেরও সাড়া নেই কাঙ্ক্ষিত মাত্রায়। এর ফলে বিনিয়োগ কমে এখন গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসেই নেট এফডিআই কমেছে ২০.১৫ শতাংশ।

ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, ব্যবসায় পরিবেশ, আইন-শৃঙ্খলার উন্নতিসহ আস্থার সংকট কাটিয়ে উঠতে না পারলে দেশি-বিদেশি কোনো বিনিয়োগই আসবে না। এদিকে বিশ্বব্যাংক সম্প্রতি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের ‘রক্ষণশীল’ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে বলেছে, এ বছর বাংলাদেশে নতুন করে আরো ৩০ লাখ মানুষ অতিদরিদ্র হবে। অতিদরিদ্রের হার বেড়ে ৯.৩ শতাংশে পৌঁছবে। মূলত বিনিয়োগ না হওয়ার ফলে নতুন কর্মসংস্থান না হওয়া এবং মানুষের আয় না বাড়ার পরিপ্রেক্ষিতেই অতিদরিদ্রের হার বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রথম আলো

বাংলাদেশে এ বছর আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে শঙ্কা প্রকাশের খবর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছে প্রথম আলো। ‘আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হতে পারে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এ বছর আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতিদারিদ্র্যের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে। ২০২৪ সালে এই হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ।

অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে গত বুধবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক মনে করে, মূলত তিন কারণে আরও ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। কারণগুলোর মধ্যে রয়েছে ক্রমাগত প্রকৃত আয় কমে যাওয়া; দুর্বল শ্রমবাজার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থরগতি।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সাধারণ মানুষের, বিশেষ করে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্লথগতির কারণে ঝুঁকিতে থাকা দরিদ্র মানুষের ওপর বেশি প্রভাব ফেলছে। এতে বৈষম্য আরও বাড়তে পারে বলে বিশ্বব্যাংক মনে করে।

সমকাল

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার জেরে উত্তেজনাকর পরিস্থিতিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘ভারত-পাকিস্তান মুখোমুখি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের সংশ্লিষ্টতা দাবি করে ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও ‘শক্ত ও স্পষ্ট জবাব’-এর কথা বলেছেন। অন্যদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়ে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এ অবস্থায় প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশ মুখোমুখি অবস্থানে চলে এসেছে। চলছে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা।

গত মঙ্গলবার পেহেলগামে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এটিকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে। তবে তারা বলে আসছে, সার্বভৌম কাশ্মীরকে সমর্থন করে। পেহেলগামে হামলার ঘটনাটি প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা অনেকটাই বাড়িয়েছে, যারা এরই মধ্যে তিনবার যুদ্ধে জড়িয়েছে।  

ইত্তেফাক

কাশ্মিরে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত ও পাকিস্তানের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সাতটি কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। পালটা জবাব হিসেবে ইসলামাবাদও গতকাল দিল্লির বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে এনে দোষীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। আর পাকিস্তান পানি আটকানোর ঘটনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে। উত্তেজনার মুহূর্তে দুই দেশের মধ্যে সামরিক পদক্ষেপের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

যুগান্তর

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলা ও ২৬ জনের প্রাণহানির জেরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নয়াদিল্লি ও ইসলামাবাদের পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার খবর দিয়ে প্রতিবেদন দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর।যুদ্ধের উত্তেজনায় ভারত-পাকিস্তানশিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দু-দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত-পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই ‘দা-কুমড়ো’ প্রতিবেশী। দুই দেশের সীমান্তেই যুদ্ধের দামামা। সেনা-নৌ-বিমান; তিন বাহিনীই প্রস্তুত। আরব সাগরে রণতরী, ক্ষোপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় দুই দেশেই যুদ্ধবিমানের মহড়া। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা। চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে শলাপরামর্শে অস্থির দুপক্ষই।

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও এমন সাজসাজ রব ওঠেনি দুই ভূ-খণ্ডে। সবমিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত-পাকিস্তান সীমান্তে। বুধবার জম্মু-কাশ্মীরের ‘সুইজারল্যান্ড’খ্যাত পর্যটনসমৃদ্ধ অঞ্চল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জনের নিহত হওয়ার ঘটনা থেকেই এই ‘যুদ্ধংদশা’। বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করছে ভারত। প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ।

বাংলাদেশ প্রতিদিন

কাশ্মিরে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘মুখোমুখি ভারত-পাকিস্তান’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। উভয় পক্ষই সীমান্তে জড়ো করছে সেনা, ট্যাংক এবং যুদ্ধবিমান। উত্তেজনার মধ্যেই গতকাল ভারতীয় নৌবাহিনী মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। এদিকে বুধবার ভারতের পদক্ষেপের বিরুদ্ধে গতকাল পাকিস্তানও পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ থাকার কথাও বলা হয়েছে। সূত্র : বিবিসি, নিউইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর গতকাল বিকালে পাকিস্তানও পাল্টা পদক্ষেপের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। ভারতীয় বিমানগুলোকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সব ভিসা বাতিল করা হলো। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দেবে পাক প্রশাসন।

বণিক বার্তা

বিগত ১০ বছরে বিভিন্ন দেশ থেকে অবৈধ হয়ে প্রায় সাত লাখ অভিবাসী বাংলাদেশে ফেরত এসেছেন– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘১০ বছরে বৈধ পথে বিদেশ গিয়ে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ১০ বছরে বিভিন্ন দেশ থেকে অবৈধ হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন প্রায় সাত লাখ অভিবাসী। যদিও তাদের সবাই বিদেশ গিয়েছিলেন বৈধ পথে। বিদেশ যেতে বাংলাদেশী কর্মীদের গড়ে খরচ হয় প্রায় ৫ লাখ টাকা। এ হিসাবে অবৈধ হয়ে ফেরত আসা প্রবাসীদের পরিবারের অন্তত ৩৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ভিসা ফি, বিমান ভাড়া বাদ দিয়ে ব্যয় হওয়া অর্থের পুরোটাই রিক্রুটিং এজেন্ট কিংবা দালালদের পকেটে ঢুকেছে। আর ভাগ্য ফেরানোর আশায় বিদেশ যাওয়া শ্রমিকরা ফিরছেন পরিবারের বোঝা হয়ে।

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ইকরামুল হক ৫ লাখ টাকা খরচ করে ২০২৩ সালে সৌদি আরব গিয়েছিলেন। নিজের সঞ্চয়, ঋণ ও আত্মীয়দের থেকে ধার করা টাকা তুলে দেন দালালের হাতে। যদিও অবৈধ হয়ে জেল খেটে দুই বছরের মধ্যেই দেশে ফেরত আসতে হয়েছে তাকে।

নয়া দিগন্ত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার জেরে উত্তেজনাকর পরিস্থিতিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘ভারতের পাল্টা পদক্ষেপ পাকিস্তানের’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার জেরে উত্তেজনাকর পরিস্থিতিতে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের প্রতিশোধমূলক পাঁচ পদক্ষেপের বিপরীতে ইসলামাবাদও গতকাল বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। পাকিস্তানের নেয়া পদক্ষেপের মধ্যে রয়েছে ভারতীয় ভিসা স্থগিত, আকাশসীমা ও স্থল সীমান্ত বন্ধ করে দেয়া। তা ছাড়া ‘সিন্ধু পানিচুক্তি’ অনুযায়ী পাকিস্তানের অধিকারভুক্ত পানিপ্রবাহ বন্ধ বা অন্য দিকে সরানো হলে তা যুদ্ধ ঘোষণার সমান হবে বলে সতর্ক করেছে ইসলামাবাদ। এর আগে বুধবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে সিন্ধুর পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

আজকের পত্রিকা

চার থেকে পাঁচটি ব্যয়বহুল চিকিৎসার জন্য বিমা-সুবিধা দিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেবে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ব্যয়বহুল চিকিৎসায় স্বাস্থ্যবিমা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, জটিল ও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক মানুষ দরিদ্রতার মধ্যে পড়ছে। বিষয়টি বিবেচনায় ব্যয়বহুল চিকিৎসায় স্বাস্থ্যবিমা চালুর পক্ষে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন। চূড়ান্ত প্রতিবেদনে এ প্রস্তাব দিয়ে শুরুতে চার থেকে পাঁচটি ব্যয়বহুল চিকিৎসার জন্য বিমা-সুবিধা দিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেবে কমিশন। এগুলোর মধ্যে রয়েছে ক্যানসার, ডায়ালাইসিস, কার্ডিয়াক সার্জারি ও পক্ষাঘাত।

সংস্কার কমিশন বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবার বাইরে ব্যয়বহুল চিকিৎসাগুলোকেও অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। সংস্কার কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্যবিমার প্রস্তাবকে ভালো বললেও স্বাস্থ্য অর্থনীতিবিদেরা বলছেন, এটি বাস্তবায়নের উপায়ও কমিশনকে বলতে হবে। জাতীয় স্বাস্থ্য তহবিল ছাড়া সর্বজনীন স্বাস্থ্যবিমা বাস্তবায়ন সম্ভব নয়।

দেশ রূপান্তর

গ্যাস অনুসন্ধানে দেশে প্রথমবারের মতো স্থলভাগে প্রায় ৫৭০০ মিটার গভীরে কূপ খননের উদ্যোগের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘স্থলে প্রথম খনন হচ্ছে গভীর গ্যাসকূপ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস অনুসন্ধানে দেশে প্রথমবারের মতো স্থলভাগে প্রায় ৫৭০০ মিটার গভীরে কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক জরিপে গ্যাসের মজুদের প্রমাণ মিলেছে সেখানে। চলতি বছরেই এই খনন কাজ শুরু হবে বলে জানিয়েছে তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কর্মকর্তারা।

গভীর কূপ খনন নিয়ে বড় আশাবাদী জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশীয় কূপ থেকে গ্যাস উত্তোলন বাড়বে। এতে বিদেশ থেকে আমদানিকৃত উচ্চমূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীলতা কমবে। দেশের জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন