অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণের গয়না পাওয়ার খবর প্রকাশ করেছে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদপত্র। যদিও কোথাও সেই গয়না বা স্বর্ণালঙ্কারের ছবি প্রকাশিত হয়নি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকার দুটি ভাঙা হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে।
আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়েছে বলে সূত্রের বরাতে মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে সমকাল।
পত্রিকাটি উল্লেখ করেছে, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে দুটি লকারে মোট ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে।
অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি লকার ছিল, যার নম্বর ৭৫১ ও ৭৫৩। এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের করপোরেট শাখায় আরেকটি লকার জব্দ করা হয়।
এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অপর হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া যায়। এসব হিসাবও জব্দ করে এনবিআর।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে উদ্ধৃত করে সমকাল জানিয়েছে, লকার ভাঙার বিষয়টি তিনি অবহিত। তবে সেখানে কী পাওয়া গেছে, বিস্তারিত কিছু জানেন না।
আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে।
শেখ হাসিনা এবং তার সময়ে বিশেষ সুবিধা পাওয়া ১০ ব্যবসায়ী গ্রুপের অনিয়ম ও জালিয়াতি তদন্তে ১১টি বিশেষ টিম গঠন করা হয়েছে।
সর্বশেষ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। একইসঙ্গে তার সকল সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার ঘোষণা আসে ওই রায়ে।



