যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ায় এবং ডলার দুর্বল হওয়ায় বিশ্ববাজারে সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ১৬০ দশমিক ৮২ ডলারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশেও সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়ানোর কথা জানায়, যা শুক্রবার কার্যকর হয়েছে।
এতে দেশে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এখন পর্যন্ত দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।
বিশ্ববাজারে সোনার দাম বাড়ার পেছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের তীব্রতা এবং ডলারের দুর্বলতার কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন, যা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। এ ছাড়া ডলারের সূচক ১ শতাংশের বেশি কমায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য সোনা ক্রয়ে ব্যয় কমেছে, যা চাহিদা বাড়িয়েছে।
বিশ্লেষক নিকোস জাবোরাসের মতে, বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আবারও বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ায় সোনার দামে ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশেও সোনার দামে রেকর্ড
বৃহস্পতিবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩০ হাজার ১১২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকায় বিক্রি হয়েছে।
এর আগ দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা।