র্যাপেও আছেন, বিতর্কেও আছেন। নতুন কাজ-কর্মে কীভাবে শিরোনাম দখল করতে হয়, সে কথা ভালই জানেন কানিয়ে ওয়েস্ট । কম যান না বান্ধবী অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেন্সরিও। এ বার গ্র্যামির মঞ্চে ফের বিতর্ক তৈরি করে শিরোনামে এই তারকা জুটি।
রোববার ৬৭ তম গ্র্যামির আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে। সেখানে হঠাৎ উপস্থিত হন কানিয়ে এবং বিয়াঙ্কা। রেড কার্পেটে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিতেও দেখা যায় দু’জনকে।
প্রাথমিকভাবে সব ঠিকঠাকই চলছিল। কানিয়ের পরনে ছিল কালো টি শার্ট এবং কালো প্যান্ট। বিয়াঙ্কার কালো ফার কোট।
কিন্তু আচমকাই সেই ফার কোট খুলে ফেলেন বিয়াঙ্কা। দেখা যায়, অন্তর্বাস হিসাবে বিয়াঙ্কা পরেছেন পুরোপুরি ‘সি থ্রু’ একটি পোশাক। পোশাকটি এতই স্বচ্ছ যে তা দিয়ে লজ্জা ঢাকা অসম্ভব।
প্রথমে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়ালেও পরে তিনি সম্পূর্ণ সামনে ঘুরে দাঁড়ান, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিছুক্ষণ পর ওয়েস্ট সরে দাঁড়ান, যাতে সেনসোরি এককভাবে ছবির জন্য পোজ দিতে পারেন।
বিয়াঙ্কার কাজে শোরগোল পড়ে যায় অনুষ্ঠানে। এর পরই দেখা যায় নিরাপত্তারক্ষীরা এসে সরিয়ে নিয়ে যান কানিয়ে এবং বিয়াঙ্কাকে।
প্রভাবশালী সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা এসে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে তাদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়।
বিয়াঙ্কা সেন্সরির এই ব্যতিক্রমী পোশাক আসলে ‘ভালচারস’ অ্যালবামের কভার পুনর্নির্মাণের প্রচেষ্টা ছিল।