ইসরায়েলি হামলায় জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, জানাল হামাস

জিম্মিদের মুক্তি দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ইদান আলেকজান্ডারের ছবি।
জিম্মিদের মুক্তি দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ইদান আলেকজান্ডারের ছবি।

গাজায় ইসরায়েলি হামলায় এক মার্কিন-ইসরায়েলি জিম্মির সঙ্গে তাদের যোদ্ধাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাস। ইদান আলেকজান্ডার নামের ২১ বছর বয়সী ওই সেনা সদস্যকে সম্প্রতি হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিল।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইসরায়েল গত সপ্তাহে নতুন করে যে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তাতে প্রথম দিনেই ইদান আলেকজান্ডারের মুক্তির দাবি ছিল। তবে যুদ্ধবিরতির সেই প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলার পর গাজায় বন্দি থাকা মার্কিন-ইসরায়েলি জিম্মি ইদান আলেকজান্ডারের সঙ্গে তাদের যোদ্ধাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হামাসের মুখপাত্র আবু ওবেইদা এক বিবৃতিতে বলেন, “আমরা ঘোষণা করছি, তাদের অবস্থানে সরাসরি হামলার পর সৈনিক ইদান আলেকজান্ডারকে আটকে রাখা দলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। “আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।”

তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সম্পর্কে হামাস কোনো তথ্য দেয়নি এবং তাদের দাবির কোনো প্রমাণও তারা উপস্থাপন করেনি। ইসরায়েল নিয়মিতভাবে দাবি করে যে, যেখানে জিম্মিদের রাখা হয়েছে বলে তারা মনে করে, সেখানে হামলা এড়িয়ে চলে।

২০২৩ সালে হামাসের হামলায় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যাদের মধ্যে ৫৯ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২৪ জন জীবিত। গাজায় বন্দি জিম্মিদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক বলে ধারণা করা হয় এবং আলেকজান্ডার তাদের মধ্যে জীবিত থাকা একমাত্র ব্যক্তি।

মঙ্গলবার হামাস জিম্মি পরিবারের উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তারা সতর্ক করে দেয়, ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখলে জিম্মিদের কফিনবন্দি হয়ে ফিরতে হবে। শনিবার হামাস আলেকজান্ডারের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পকে তার মুক্তির জন্য আলোচনা করার অনুরোধ জানান।

হামাসের এক কর্মকর্তা এএফপিকে জানান, ৪৫ দিনের যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাবে আলেকজান্ডারের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ‘সদিচ্ছার নিদর্শন হিসেবে’ প্রথম দিনেই আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। চলতি বছরের শুরুতে দুই মাসের যুদ্ধবিরতির সময় হামাস ৩৩ জন জিম্মির বিনিময়ে ১,৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় এবং গাজায় ত্রাণ ও পণ্য প্রবেশ করতে দেয়। তবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর ১৮ মার্চ ইসরায়েল তাদের অভিযান পুনরায় শুরু করে।

তেল আবিবে জন্ম নেওয়া এবং নিউ জার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার ৭ অক্টোবরের হামলার সময় গাজা সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন, যখন তাকে হামাস জঙ্গিরা ধরে নিয়ে যায়। তার বাবা আদি আলেকজান্ডার সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “এই যুদ্ধ শেষ না করে এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতি না দিয়ে আপনি কীভাবে জিম্মিদের বের করার পরিকল্পনা করছেন?”

হামাস জানিয়েছে, তারা শত্রুতা সম্পূর্ণ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে বন্দি থাকা সবাইকে ফিরিয়ে দিতে প্রস্তুত। মঙ্গলবার হামাস নতুন যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করে। একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, “মিশরের মাধ্যমে হামাসের কাছে পাঠানো ইসরায়েলি প্রস্তাবে যুদ্ধ শেষ বা গাজা থেকে সেবা প্রত্যাহারের কোনো ইসরায়েলি প্রতিশ্রুতি ছাড়াই হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। তাই হামাস পুরো প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।”

গাজায় হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর থেকে অন্তত ১ হাজার ৬৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত দেড় বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ads