মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহকে ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানিয়েছেন রণাঙ্গনের সহকর্মী এবং বর্তমানের সেনা সদস্যরা।
রোববার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেলকে শেষ বিদায় জানান তারা।
পরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সফিউল্লাহকে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সামরিক রীতি অনুযায়ী শ্রদ্ধা প্রদর্শন করেছে সেনাবাহিনী।
কে এম সফিউল্লাহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল পৌনে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি থেকে ঢাকা সিএমএইচ চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
মহান মুক্তিযুদ্ধে সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ। তার অধীনে ‘এস ফোর্স’ মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর তিনটি নিয়মিত ব্রিগেডের একটি ব্রিগেড হিসেবে গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেয়।
তিনি ১৯৭২ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কে এম সফিউল্লাহ এর নামাজে জানাযায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তাকে।
এ সম্পর্কিত আরও খবর: