পেহেলগামে হামলায় বিভীষিকার মুখ হয়ে উঠেছিলেন তিনি। মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর নিথর দেহ আঁকড়ে বসে থাকা সদ্যবিবাহিত তরুণীর ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। অপারেশন সিঁদুরের পর তৃপ্ত সেই তরুণী-হিমাংশী নারওয়াল। তার স্পষ্ট বার্তা, “জঙ্গিরা বলেছিল আমরা যেন মোদীকে গিয়ে হামলার কথা বলি। এবার মোদী নিজেই তাদের জবাব দিয়েছেন।”
ভারতের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর প্রতিশোধ নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র।
এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ভারত। আর পুরো অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ মিনিট ধরে পাকিস্তানে হামলা চালায় ভারত।
অপারেশন সিঁদুরের পর স্বজন হারানোর দুঃখে কিছুটা প্রলেপ পড়েছে পেহেলগামে মৃতদের পরিবারের। সেরকমই একজন হিমাংশী নারওয়াল। নৌসেনার লেফটেন্যান্ট জেনারেল বিনয় নরওয়ালের স্ত্রী বলেন, “আমি ওদের বলেছিলাম মাত্র ৬ দিন আগে আমার বিয়ে হয়েছে, দয়া করে ছেড়ে দিন। ওরা বলেছিল মোদীর কাছে গিয়ে দয়া ভিক্ষা করো। আজকে মোদীজি এবং আমাদের সেনা ওদের যোগ্য জবাব দিয়েছে। আমরা ২৬টি পরিবার সেদিন যা যন্ত্রণা পেয়েছিলাম, সেই যন্ত্রণা আজ সীমান্তের ওপারেও পৌঁছে দেওয়া হয়েছে।”
বিনয় নারওয়ালের বাবা রাজেশ নরওয়াল বলেন, “যখন এই ঘটনা ঘটল তখনই বলেছিলাম ভারত সরকারের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আজ ওরা ওদের কাজ করল।”
তার আরওভাষ্য, “যাঁরা নিজের সন্তান হারিয়েছেন তারা আর তাদের ফিরে পাবেন না। কিন্তু এই হামলা সন্ত্রাসবাদীদের মনে ভয় ধরাবে। ভবিষ্যতে কাপুরুষের মতো হামলা চালাতে ভয় পাবে।”