‘ছেঁটে ফেলা’ এসআইদের পুনর্বহালের দাবি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যের

SI - Sacked

পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ দাবি এসেছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণের শেষ পর্যায়ে কথিত শৃংখলাভঙ্গের অভিযোগে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরমধ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ১০৩ জন রয়েছে। অব্যাহতি পাওয়া ৩২১ জনের মধ্যে নারী রয়েছেন ৩৩ জন, যাদের ১৬ জন ধর্মীয় সংখ্যালঘু।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে পুলিশের এসআই পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্ত করে তাদের পাঠানো হয় সারদার পুলিশ একাডেমিতে। বিভিন্ন কারণে ১৯ জন স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর সবশেষে ছিলেন ৮০৪ জন।

প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগদানের কথা ছিল তাদের। অবশ্য রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘শৃঙ্খলা ভঙ্গের’ কারণ দেখিয়ে ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে ‘নাশতা না খেয়ে হইচই করে মাঠের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি’কে কারণ দেখানো হয়। এর বাইরে কয়েকজনকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে প্রশিক্ষণ ক্লাসে বসা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে।

যদিও অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা দাবি করে আসছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। এভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, অব্যাহতি পাওয়াদের বিরুদ্ধে কথিত অসদাচরণের অভিযোগ আনা হলেও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

একই সঙ্গে এ ধরনের পদক্ষেপকে প্রচলিত আইন ও বিধির পরিপন্থী বলেও মনে করেন তারা।

অব্যাহতিপ্রাপ্তদের প্রশিক্ষণে পুনর্বহাল ও চাকরিতে যোগদানের সুযোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানানো হয় পরিষদের পক্ষ থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ।

এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে গেল ৫ ‍ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে ১২ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ads