ঘরে ময়েশ্চারাইজার বানাবেন যেভাবে?

লেবু, গ্রিন টি, মধু ও গ্লিসারিনের তৈরি ময়শ্চারাইজার
লেবু, গ্রিন টি, মধু ও গ্লিসারিনের তৈরি ময়শ্চারাইজার

শীত এলে ঠোঁট ফেটে যাওয়া কিংবা শুষ্ক ত্বক নিয়ে ভাবনায় থাকেন না এমন মানুষ হাতে গোনা। তাই মাথায় ঘোরে উপযুক্ত ময়েশ্চারাইজারের ভাবনা।

অথচ একটু কায়দা করে খোঁজাখুঁজি করলে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই বানিয়ে নেওয়া যায় শীতের ময়েশ্চারাইজার। এতে বাড়তি খরচ যেমন কমে, তেমনি ত্বক থাকে কোমল। ও সুন্দর। একইসঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। 

রূপবিশেষজ্ঞরা মনে করেন, প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করলে ত্বকের স্বাস্থ্য দীর্ঘ সময় ভালো থাকে। শীতে লেবু, গ্রিন টি, মধু ও গ্লিসারিন দিয়ে তৈরি ময়শ্চারাইজারর ব্যবহার করার পরামর্শও দিচ্ছেন তারা।

কীভাবে বানাবেন?
উপকরণ: তিন চা চামচ গ্লিসারিন, দুই চা চামচ মধু, দুই চা চামচ গ্রিন টি ভেজানো চা এবং এক চা চামচ লেবুর রস নিন।

প্রণালি: একটি পাত্রে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন। এমনভাবে মেশান যেন পেস্টটি মসৃণ হয়। এরপর ওই মিশ্রণটি একটি কাচের পাত্রে রাখুন। অবশ্যই মুখ ভালো করে আটকে রাখবেন। এই মিশ্রণটি ময়শ্চারাইজার হিসাবে যেকোনো সময় ব্যবহার করতে পারেন। হালকা হাতে ত্বকে লাগিয়ে নিন।

উপকারিতা
গ্রিন টি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের যোগান দেয়। এতে ত্বক দূষণ মুক্ত থাকে। মধু ত্বককে আর্দ্র রাখে এবং উজ্জ্বল করে। আবার লেবুতে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে।

আরও পড়ুন