কাপড় থেকে ডিমের দাগ যেভাবে তুলবেন

প্রতীকী ছবি। ক্যানভা।
প্রতীকী ছবি। ক্যানভা।

সাধারণত ডিমের দাগ কাপড়ে শুকিয়ে গেলে তা শক্ত হয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব দাগটা তুলে ফেলতে হয়। না হলে স্থায়ী দাগ পড়ার শঙ্কা থেকে যায়। কিন্তু কীভাবে তুলবেন ডিমের এই দাগ?

নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো।

১. তাজা অবস্থায় থাকলে

যতটা সম্ভব ডিম চামচ বা ভেজা কাপড় দিয়ে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিন। ভুলেও গরম পানি ব্যবহার করবেন না, কারণ গরমে প্রোটিন জমে গিয়ে দাগ আরও শক্ত হয়ে যায়।

২. সাবান বা ডিটারজেন্ট দিয়ে

তরল লন্ড্রি ডিটারজেন্ট দাগের উপর লাগিয়ে ১০–১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা ব্রাশ দিয়ে ঘষে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

৩. ভিনেগার/ লেবুর রস

দাগের উপর অল্প ভিনেগার বা লেবুর রস মেখে কয়েক মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি ধীরে ধীরে ঘসে ডিমের দাগ তুলে ফেলুন।

৪. বেকিং সোডা দিয়ে

দাগের উপর বেকিং সোডা ও পানির পেস্ট লাগিয়ে ১৫–২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। দাগ তুলতে কখনওই গরম পানি ব্যবহার করবেন না।

আরও পড়ুন