প্রযুক্তির জগতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বা এআইয়ের আধিপত্য যত বেড়েছে, ততই বেশি করে আলোচনায় উঠে এসেছে এই চ্যাটবট।
জানেন কি, এবার এই চ্যাটবটের ব্যবহার করতে পারা যাবে হোয়াটসঅ্যাপেই! সেটাও আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড না করেই। ওপেনএআই একটি ভিডিওতে এই ঘোষণা দিয়েছে।
কীভাবে সম্ভব হবে সেটা? এর জন্য আপনাকে চ্যাটজিপিটির নম্বরটি নিজের ফোনে সেভ করে নিতে হবে। নম্বরটি হল +১৮০০২৪২৮৪৭৮।
এবার হোয়াটসঅ্যাপে সাধারণ চ্যাটের মতোই ওই নম্বরে যে কোনও প্রশ্ন করলেই মিলবে চটজলদি উত্তর।
এই সুবিধা বিশ্বব্যাপী ইউজারদের জন্য চালু করা হলেও মার্কিন নাগরিকরা ওই নম্বরে ফোনও করতে পারবেন। সেক্ষেত্রে তারা সরাসরি কথা বলতে পারবেন চ্যাটজিপিটির সঙ্গে।
অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের সাহায্যে স্বাভাবিক কথোপকথনের মতো করেই চালানো যাবে কথাবার্তা।
ওপেনএআই জানিয়েছে, ইন্টারনেট সংযোগ যেখানে নেই সেখানেও এভাবে তারা কথা বলতে পারবেন।
আর এর জন্য আলাদা করে ওপেনএআই অ্যাকাউন্ট থাকার এবং সেখানে লগইন করার কোনও প্রয়োজন পড়বে না। তবে ওপেনএআই চেষ্টা করছে সেই অপশন রাখার।
তবে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট হিসেবেই থাকবে চ্যাটজিপিটি। কাজেই কেবল মাত্রা টেক্সট-নির্ভর যোগাযোগই করা যাবে।
ভয়েস কলের কোনও সুবিধা এখানে মিলবে না। পাশাপাশি ওপেনএআই এখনও পর্যন্ত চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্রে একটি সীমাও বেঁধে দিয়েছে।