আসছে কৃষ-৪, এবার পরিচালনায় হৃতিক

Krrish 4

শিগগিরই আসচে হৃতিক রোশন অভিনীত সুপার হিরো সিরিজ কৃষের সিক্যুয়েল। এবার কৃষ-৪ নামের সিক্যুয়েলটির পরিচালনাও করছেন হৃতিক রোশনই।

আগের তিন সিক্যুয়েলের পরিচালক হৃতিকের বাবা গত সপ্তাহে এক ঘোষণায় কৃষ-৪ এর পরিচালক হিসেবে ছেলেকে দেখতে চান বলে জানান। এবার সেই খবর সত্যতা প্রকাশ্যেই জানালেন এ অভিনেতা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হৃতিক জানান, আবার ক্যামেরার পেছনে পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। নতুন এই ভূমিকার জন্য তিনি ভীষণ উৎসাহী এবং একইসঙ্গে নার্ভাস। তাই স্বাভাবিকভাবেই তার প্রচুর শুভকামনার প্রয়োজন।

সেই অনুষ্ঠানে পরিচালনার পুরনো একটি ছবি দেখান তিনি।

ছবিটি দেখিয়ে হৃতিক বলেন, “এই ছবিটি ‘কোয়েলা’ সিনেমার সময়ের। আমি কোয়েলা পরিচালনা করেছিলাম। এটাই পরিচালক হিসেবে আমার প্রথম কাজ। আবার পরিচালনা করতে চলেছি এতোদিন পরে। গুড লাক টু মি।”

কৃষ-৪ সিনেমাটি বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে শুটিং শুরু হবে ‘কৃষ ৪’।

আরও পড়ুন